শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসানের ইন্তেকালে খেলাফত মজলিসের শোকপ্রকাশ কাল ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় রোজায় বাজার সহনশীল রাখার চেষ্টা করা হবে: বাণিজ্য উপদেষ্টা মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে বিএনপি মহাসচিবের শোক রাষ্ট্রপতি নির্বাচনসহ যেসব সুপারিশ সংস্কার কমিশনের বাংলাদেশিদের সুখবর দিলো ইতালি, পুনরায় ভিসা দেওয়ার সিদ্ধান্ত হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনে কোনো সাফাই নয়: সারজিস মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে সিলেট মহানগর জমিয়তের শোক পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু দাবি পূরণে ৭ দিনের আল্টিমেটাম ব্যাটারিচালিত রিকশাচালকদের

তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন বৈঠকের নেপথ্যে কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

আফগানিস্তানের তালেবানদের সঙ্গে গোপনে আলোচনা করছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের গোপন স্থানে তালেবান কমান্ডার ও মার্কিন কর্মকর্তাদের এসব বৈঠক হয়েছে।

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনবিসি এ বিষয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। এনবিসির প্রতিবেদনটিতে এসব বৈঠকের নেপথ্যের কথা উঠে এসেছে।

তালেবানের তিন সিনিয়র কমান্ডারের বরাত দিয়ে এনবিসি জানিয়েছে, কাতারের দোহায় একটি হোটেলে সম্প্রতি একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে মার্কিন কর্মকর্তা ও তালেবান নেতাদের মধ্যে। এ সময় অন্তত পাঁচ মার্কিন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বৈঠকে এক অংশগ্রহণকারীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে,যখন তারা (মার্কিন প্রতিনিধি) বৈঠকের স্থানে পৌঁছায়,আমরা তখন একজন একজন করে রওয়ানা দেই।

এনবিসির রিপোর্টে বলা হচ্ছে, সাবেক কমান্ডার ও রাজনৈতিক নেতাদেরকে আলোচক হিসেবে ব্যবহার করছে তালেবান। তাদের মধ্য থেকেই কয়েকজনকে দূতিয়ালির দায়িত্ব দিয়েছে তারা।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই ধরনের বৈঠকের বিষয়ে এখনো কিছু নিশ্চিত করেন নি। ঠিক কী কারণে বারবার তালেবান সদস্যদের সঙ্গে মার্কিনিরা বৈঠকে বসছেন তা এখন পর‌্যন্ত কোন পক্ষই খোলাখুলিভাবে আলোচনায় আনেন নি।

তবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ঝুলে থাকা আফগান যুদ্ধ অবসানের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই আলোচনার পদক্ষেপ নিয়েছে। সমাঝোতার মাধ্যমে দীর্ঘ ১৭ বছরের আফগান যুদ্ধের ইতি টানতে চাইছে যুক্তরাষ্ট্র।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের জনগণ এবং কংগ্রেস সদস্যদের উদ্দেশ্য করে একটি খোলা চিঠি লেখে আফগান তালেবান।  চিঠিতে সংকট সমাধানে শান্তি আলোচনায় অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করা হয়।

আলোচনায় বসার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের উপর চাপ প্রয়োগের জন্য ‘মার্কিন জনগণ’ ও ‘শান্তিপ্রিয় কংগ্রেসম্যানদের’ প্রতি আহ্বান জানানো হয়। চলমান বৈঠকের সঙ্গে এ চিঠির সম্পর্কের কথাও বলছেন অনেকে।

উল্লেখ্য, মার্কিন তালেবান যুদ্ধে এ পর্যন্ত প্রায় ২৪ হাজার মার্কিন সেনা নিহত হয়েছে। ২০০১ সালে টুইন টাওয়ার হামলার পর আফগানিস্তানে তালেবানদের উৎখাতে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান শুরু করে।

আরও পড়ুন: ইসলাম ও দেশের জন্য জীবন দিতে প্রস্তুত আছি: মাহমুদুর রহমান


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ