আওয়ার ইসলাম: ইন্টারনেট সুবিধার বাইরে থাকা কোটি মানুষকে যুক্ত করতে নিজস্ব স্যাটেলাইট চালু করতে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ২০১৯ সালের শুরুতে অ্যাথেনা নামে এই স্যাটেলাইট চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর এনডিটিভির।
ফেসবুকের একজন মুখপাত্র বলেন, পরবর্তী প্রজন্মের সেবা দিতে স্যাটেলাইট দরকার। এর মাধ্যমে দূরবর্তী এলাকাগুলোতেও ইন্টারনেট সুবিধা সেবা দেয়া সম্ভব হবে।
তবে চলতি বছরের জুনে একই রকম আরেকটি প্রকল্প বাতিল করে ফেসবুক কর্তৃপক্ষ। সেটি ছিল একুইলা নামে একটি সৌর চালিত ড্রোন। এর মাধ্যমে বিশ্বজুড়ে দূরবর্তী অঞ্চলগুলোর প্রায় চারশো কোটি মানুষকে সেবা দেয়া সম্ভব হতো।
২০১৪ প্রকল্পটি চালু করা হয়। তিন বছর এর মাধ্যমে সেবা পেয়েছিলেন মানুষ।
আরও পড়ুন- রাসুল সা.-এর ২৪ ঘন্টার সংক্ষিপ্ত রুটিন
২০১৮ সালের বিশ্বসেরা ১০ মুসলিম ব্যক্তিত্ব
বিয়ের পর হানিমুন: ইসলাম কী বলে?
আরএম-