হামিম আরিফ: কওমি মাদরাসার দাওরায়ে হাদিস সমাপনী পরীক্ষায় ২৯ টি মাদরাসার কেউ পাশ করেনি। ৫ জুলাই সম্মিলিত কওমি শিক্ষাবোর্ড আল হাইআতুল উলয়ার ২য় কেন্দ্রীয় পরীক্ষার ফলাফর প্রকাশ করা হয়।
২য় কেন্দ্রীয় পরীক্ষায় ২০,৭৪৯ জন শিক্ষার্থী অংশ নেন। এদের মধ্যে ছাত্র ১৪,৭৪৭ জন ছাত্রী ৬০০২ জন। মুমতাজ (স্টারমার্ক) পেয়ে পাশ করেছে ৭১৫ জন। ছাত্র ৬৫৬ ও ছাত্রী ৫৯ জন।
২০,৭৪৯ শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়নি ৪,৮৮৬ জন। ২৯ টি মাদরাসা থেকে কেউ পাশ করেনি। এর মধ্যে পুরুষ মাদরাসা ১৫ টি। বাকি ১৫ টি মহিলা মাদরাসা।
সবাই মুমতাজ এমন মাদরাসা আছে ১টি। জামিয়া হামিউচ্ছুন্নাহ (কাচারী মাদরাসা), পূর্বধলা, নেত্রকোনা। তবে এখান থেকে ১ জন শিক্ষার্থীই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এছাড়া সবাই মুমতাজ মার্ক পেয়ে পাশ করেছে এমন মাদরাসা নেই।
কেউ পাশ করেনি এমন মাদরাসাগুলো হলো- জামিয়া রশিদিয়া এনায়েতুল উলুম (মোল্লাপাড়া) দক্ষিনখান, ঢাকা। ২ জন শিক্ষার্থী, ১ জন ফেল ১ জনের স্থগিত।
রামপুর জামেয়া ইসলামিয়া কাসেমুল উলূম মাদরাসা, রামপুর, দেবিদ্বার, কুমিল্লা। ৩ জন শিক্ষার্থী সবাই রাসিব।
হযরত মাদারী শাহ (রহ.) মাদরাসাতুল বানাত আল-ইসলামিয়া, রায়গড়, ঢাকা দক্ষিণ, গোলাপগঞ্জ, সিলেট। ১৭ জন ছাত্রীর সবাই রাসিব।
জামিয়া আবু হানিফা বাংলাদেশ, ইকুরিয়া টিলাপাড়া, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা। ৩ জন শিক্ষার্থীর ২ জন পরীক্ষা দেয়নি, ১ জন রাসিব।
জামিআ রাহমানিয়া আরাবিয়া মহিলা মাদরাসা, হেমায়েতপুর, সাভার, ঢাকা। ৬ জন শিক্ষার্থীর সবাই রাসিব।
বাগে জান্নাত মহিলা মাদরাসা, খোলামোড়া, আটি, কেরানীগঞ্জ, ঢাকা। ২ জন শিক্ষার্থীর সবাই রাসিব।
জামিয়া কুরআনিয়া তালিমিয়া মাদরাসা ও এতিমখানা, বাউনিয়া বাধ, মিরপুর-১২, পল্লবী, ঢাকা।
৩ জন শিক্ষার্থী ৩ জনই রাসিব।
জামিয়া ইসলামিয়া আজিজিয়া ফাতেমাতুজ্জোহরা (বালক), পূর্ব মাইজভান্ডার, ফটিকছড়ি, চট্টগ্রাম। ৩ জন শিক্ষার্থীর ৩ জনই রাসিব।
জামিয়া ইসলামিয়া সালথা মাদরাসা, সালথা, ফরিদপুর। ১ জন শিক্ষার্থী রাসিব।
জামিয়া নুরীয়া কওমিয়া বালিকা মাদরাসা, ইসলামনগর, রাজারহাট, যশোর ইসলামনগর, রাজারহাট, যশোর। ২ জন শিক্ষার্থীর ১ রাসিব ১ জন পরীক্ষা দেয়নি।
জামিয়াতুল ইমাম আল-বুখারী তালুকদার পাড়া বহুমুখী মাদরাসা সদর, সিলেট। ৭ জন শিক্ষার্থীর ৬ জন রাসিব, ১ জন পরীক্ষা দেয়নি।
স্বল্পমূল্যে মাদরাসার ছাত্রদের আইডি কার্ড ছাপছে লুবাবা গ্রাফিক্স
জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ উত্তর শাহবাজপুর মহিলা মাদরাসা, মৌলভীবাজার। ২ জন শিক্ষার্থী ১ জন রাসিব, ১ জন পরীক্ষা দেয়নি।
বেগম হোসনে আরা ক্বওমী মহিলা মাদরাসা, সাকরাইল, সদর, টাঙ্গাইল। ১ জন শিক্ষার্থীর ১ রাসিব।
আয়েশা সিদ্দীকা (রা.) মহিলা মাদরাসা, আরাজী, ডুমুরিয়া, খুলনা। ১ জন শিক্ষার্থীর ১ রাসিব।
জামিয়া মিল্লিয়া আরাবিয়া খাদিমুল ইসলাম, পূর্ব বানিয়া খামার, লোহার গেট, সদর, খুলনা। ১ জন শিক্ষার্থীর ১ জন রাসিব।
জামিয়া আরাবিয়া শামছুল উলূম লক্ষীপাশা মাদরাসা, লোহাগাড়া, নড়াইল। ১৮ জন শিক্ষার্থী ৪ জন রাসিব, ১৪ জন পরীক্ষা দেয়নি।
চরমোনাই জামেয়া রশিদিয়া আহসানাবাদ মহিলা শাখা, চরমোনাই, বরিশাল। ৫ জন শিক্ষার্থীর ৫ জন রাসিব।
জামিয়া ইসলামিয়া আজিজিয়া, ওয়েসেকপুর, সোনাইমুড়ী, নোয়াখালী। ৫ জন শিক্ষার্থীর সবাই রাসিব।
আল জামেয়াতুল ইসলামিয়া হাকিমপুর মুহাম্মদ আলী শাহ দারুস সুন্নাহ, হাকিমপুর, বাগেরহাট। ৬ জন শিক্ষার্থীর সবাই রাসিব।
আল জামিয়াতুল ইসলামিয়া মাহমুদিয়া, দর্শনা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা। ১ জন শিক্ষার্থীর ১ রাসিব।
চুয়াডাঙ্গা আদর্শ মহিলা কওমী মাদরাসা, সি.এন্ড.বি. মহিলা মাদরাসাপাড়া, চুয়াডাঙ্গা। ১৫ জন শিক্ষার্থীর কেউ পাশ করেনি।
দারুল হাদীস আল মাদানিয়া খেলাফত বিল্ডিং, সদর, সিলেট। ৫ জন শিক্ষার্থীর ৩ জন রাসিব, ২ জন পরীক্ষা দেয়নি।
পরচক হযরত ফাতেমাতুয যাহরা রা. বালিকা টাইটেল মাদরাসা, পরচক, জকিগঞ্জ, সিলেট
৪ জন শিক্ষার্থী সবাই রাসিব।
জামিয়া মাদানিয়া ইসলামিয়া ফাতিমাতুয যাহরা রা. খাতুনে জান্নাত মহিলা মাদরাসা, বড়লেখা, মৌলভীবাজার। ৪ জন শিক্ষার্থী সবাই রাসিব।
জামিয়া মুফিজিয়া ডিগ্রীরচর (মাদরাসা ও এতিমখানা) ডিগ্রীরচর খলিফা পাড়া, ইসলামপুর, জামালপুর। ২ জন শিক্ষার্থীর ২ জনই রাসিব।
খাতুনে জান্নাত রা. বালিকা মাদরাসা, রেললাইন, বন্দর, নারায়ণগঞ্জ। ২ জন শিক্ষার্থী ২ রাসিব।
জামিয়া ইসলামিয়া খাদিজা বাবনখান মহিলা মাদধাসা, চন্দ্রা দিঘলিয়া, গোপালগঞ্জ। ২ জন শিক্ষার্থী সবাই রাসিব।
মুন্সিবাজার জামিয়া ইসলামিয়া কওমী মাদরাসা, মুন্সিবাজার, কমলগঞ্জ, মৌলবী বাজার
৩ জন শিক্ষার্থী ২ জন রাসিব, ১ জন পরীক্ষা দেয়নি।
১ জন পাশ করেছে বাকিরা সবাই রাসিব (ফেল) এরকম মাদরাসা রয়েছে ৩৫ টি। এগুলো হলো-
জামি‘আ আশরাফিয়া মাদরাসা ও এতীমখানা, নূরের চালা, গুলশান, ভাটারা, ঢাকা। ২২ জন শিক্ষার্থী ১ জন মকবুল ২১ জন রাসিব।
জামিয়া গাফুরিয়া কাশিফুল উলূম মাদরাসা কলমা, সাভার, ঢাকা। ১৫ জন শিক্ষার্থী ১ জন জায্যিদ জিদ্দান, ১৪ জন রাসিব।
তললী জামিয়া ইসলামিয়া, নিগুয়ারী, গফরগাঁও, মোমেনশাহী। ৫ জন শিক্ষার্থী একজন মকবুল, বাকি ৪ জন রাসিব।
জামিয়া ইসলামিয়া এমদাদুল উলূম, উত্তর সানারপাড়, ডেমরা, ঢাকা। ৪ জন শিক্ষার্থী ১ জন মকবুল, ৩ জন রাসিব।
জামিয়া ইমদাদিয়া আশরাফিয়া আখতারুল উলূম, লাখিরচর, রুহিতপুর, কেরানীগঞ্জ
৪ জন শিক্ষার্থী ১ জন মকবুল, ৩ জন রাসিব।
দারুল কাসেম ইসলামিয়া মহিলা মাদরাসা, জগন্নাথপুর, বনানী, ভাটারা, ঢাকা
২ জন শিক্ষার্থী ১ জন মাকবুল ১ জন রাসিব।
শ্রীপুর জামেয়া এমদাদিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা, শ্রীপুর, হোমনা, কুমিল্লা। ৬ জন শিক্ষার্থীর ১ জন মকবুল, ৫ জন রাসিব।
আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলূম পলাশ নরসিংদী, উত্তর খানেপুর, নরসিংদী। ৫ জন শিক্ষার্থী ৪ জন রাসিব, ১ জন মকবুল।
আল-মাদরাসাতুল ইসলামিয়া মদীনাতুল উলূম, নগরকান্দা, ফরিদপুর। ৬ জন শিক্ষার্থী ১ জন মকবুল বাকিরা রাসিব।
আংগারিয়া ইকরা মাদরাসা ও এতিমখানা পরাশদ্দি, পালং, শরীয়তপুর। ৫ জন শিক্ষার্থীর ১ জন মকবুল, ৪ জন রাসিব।
হযরত আয়েশা সিদ্দিকা (রা:) মহিলা মাদরাসা, কুমারগাত, ধনবাড়ী, টাঙ্গাইল। ৪ জন শিক্ষার্থীর ১ মকবুল ৩ জন রাসিব।
তেরগ্রাম রামনগর মহিলা মাদরাসা তেরগ্রাম, জামালগঞ্জ, সুনামগঞ্জ। ৭ জন শিক্ষার্থী ১ জন জায়্যিদ, ৬ জন রাসিব।
জামেয়া ইসলামিয়া নালিউরী মহিলা টাইটেল মাদরাসা, নালিউরী, পূর্ব ভাদেশ্বর, গোলাপগঞ্জ, সিলেট। ৫ জন শিক্ষার্থীর ১ মকবুল ৪ জন রাসিব।
জামিয়া আরবিয়া রিয়াজুল জান্নাত লড়করিচর মহিলা মাদরাসা, লড়করিচর, পূর্বধলা, নেত্রকোনা। ৭ জন শিক্ষার্থীর ১ জায়্যিদ ৬ জন রাসিব।
জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম পিপলস ৫ তলা কলোনী, খালিশপুর, খুলনা। ১০ জন শিক্ষার্থীর ১ মাকবুল ৯ জন রাসিব।
জামিয়া মুহাম্মদিয়া হাড়িকান্দি, হাড়িকান্দি, জকিগঞ্জ, সিলেট হাড়িকান্দি, জকিগঞ্জ, সিলেট। ৪ জন শিক্ষার্থী ১ জন জায়্যিদ, ৩ জন রাসিব।
হলি জান্নাত আল-ফিরদাউস মহিলা মাদরাসা, কোর্ট স্টেশন, হবিগঞ্জ। ৫ জন শিক্ষার্থী ১ জন মাকবুল, ৪ জন রাসিব।
জামেয়া রাহমানিয়া মোস্তফাপুর, সদর, মৌলবী বাজার। ৬ জন শিক্ষার্থী ১ জন মাকবুল, ৫ জন রাসিব।
জামিয়াতুস সুন্নাহ লি ইসলাহিল উম্মাহ, ধোবাডাঙ্গা, গোরগ্রাম, নীলফামারী। ৫ জন শিক্ষার্থীর ৪ জন রাসিব, ১জন পরীক্ষা দেয়নি।
আল আবরার মডেল মহিলা মাদরাসা চর শোলাকিয়া, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ। ৫ জন শিক্ষার্থীর ১ জন মকবুল, ৪ জন রাসিব।
ইশরাতুল জান্নাত কওমী মাদরাসা, আগরপুর, রামদী, কুলিয়ারচর, কিশোরগঞ্জ। ৫ জন শিক্ষার্থীর ১ জন মকবুল, ৪ জন রাসিব।
জামিয়া ইসলামিয়া ও এতিম খানা (কাজুলিয়া মাদ্রাসা) কাজুলিয়া, গোপালগঞ্জ। ৩ জন শিক্ষার্থীর ২ জন রাসিব, ১ জন পরীক্ষা দেয়নি।
আল-জামেয়াতুল ইসলামিয়া লিল বানাত, মধুপুর, তুলশীঘাট, গাইবান্ধা সদর, গাইবান্ধা
৬ জন শিক্ষার্থীর ১ জন মকবুল ৫ রাসিব।
তিলছড়া ফাতেমাতুজজোহরা মহিলা মাদরাসা, তিলছড়া, কাশিয়ানী, গোপালগঞ্জ। ৫ জন শিক্ষার্থীর ১ জন মকবুল ৩ রাসিব, ১ জন পরীক্ষা দেয়নি।
জামিয়াতুল বানাত নাঈমাতুন নেসা মহিলা মাদরাসা, ধাইসার, শ্রীনগর, মুন্সিগঞ্জ। ৪ জন শিক্ষার্থীর ১ জন মকবুল, ৩ জন রাসিব।
আল-জামিয়াতুল ইসলামিয়া খলাপাড়া (আদর্শ মহিলা মাদরাসা), খলাপাড়া, লৌহজং, মুন্সিগঞ্জ। ৪ জন শিক্ষার্থীর ১ জন মকবুল, ৩ জন রাসিব।
মিছবাহুল জান্নাত মহিলা মাদরাসা খাগডহর (রহমতপুর বাইপাস মোড়), সদর, মোমেনশাহী
৫ জন শিক্ষার্থীর ১ জন মকবুল, ৪ জন রাসিব।
খাতুনে জান্নাত মহিলা মাদরাসা, মালতিপুর পাথালিয়া, মু৩াগাছা, মোমেনশাহী। ৪ জন শিক্ষার্থীর ১ জন মকবুল, ৩ জন রাসিব।
জামিয়া আয়শা (রা.) কওমী মহিলা মাদরাসা, অরন ̈পাশা, নান্দাইল, মোমেনশাহী। ৪ জন শিক্ষার্থীর ১ জন মকবুল, ৩ জন রাসিব।
মারকাযুল হক (দাওরায়ে হাদীস) মহিলা মাদরাসা, মাটিয়াম তলা, বিদ্যাগঞ্জ, সদর, ময়মনসিংহ
১০ জন শিক্ষার্থীর ১ জন মকবুল, ৯ জন রাসিব।
আল জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলূম মহিলা মাদধাসা সোহাগী বাজার, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ। ৪ জন শিক্ষার্থীর ১ জন মকবুল, ৩ জন রাসিব।
জামিয়া আরাবিয়া সাওতুল হেরা আদর্শ মহিলা মাদরাসা, সাধুপাড়া, দূর্গাপুর, নেত্রকোনা। ৪ জন শিক্ষার্থীর ১ জন মকবুল, ৩ জন রাসিব।
জামিয়া হরমোজা ফয়জুল উলুম মহিলা মাদরাসা, মুক্তিযোদ্ধা বাজার, নাড়িয়াপাড়া, নেত্রকোনা। ৪ জন শিক্ষার্থীর ১ জন মকবুল, ৩ জন রাসিব।
জামিয়া ইসলামিয়া তিলাটিয়া, তিলাটিয়া, ফুলপুর, মোমেনশাহী। ৫ জন শিক্ষার্থীর ১ জন মকবুল, ৩ জন রাসিব, ১ জন পরীক্ষা দেয়নি।
জামিয়া আরাবিয়া মেসবাহুল উলূম, পৌর গোরস্তান, মুক্তাগাছা, মোমেনশাহী। ৯ জন শিক্ষার্থীর ১ জন মকবুল ৮ জন রাসিব।
রেজিস্ট্রেশন করেও কেউ পরীক্ষা দেয়নি এমন মাদরাসা আছে ৭ টি। এগুলো হলো-
দারুল উলূম মাহমুদিয়া, লঞ্জনিপাড়া, দক্ষিণখান, ঢাকা। ২ জন শিক্ষার্থীর কেউ পরীক্ষা দেয়নি।
মদীনাতুল উলূম মহিলা মাদরাসা, ফতেহবাপুর, কচুয়া, চাঁদপুর। ৩ জন শিক্ষার্থী কেউ পরীক্ষা দেয়নি।
ওবাইদিয়া ইসলামিয়া মাদরাসা, জনার কেঁওচিয়া, সাতকানিয়া, চট্টগ্রাম। ৩ জন শিক্ষার্থীর কেউ পরীক্ষা দেয়নি।
হযরত ফাতেমাতুজজোহুরা (রা.) কওমী মহিলা মাদরাসা। ৫ জন শিক্ষার্থীর কেউ পরীক্ষা দেয়নি।
আব্দুস সবুর মল্লিক জামেয়া করীমিয়া মহিলা মাদরাসা, টুলটিকর, শাহপরান, সিলেট। ৫ জন শিক্ষার্থীর কেউ পরীক্ষা দেয়নি।
মোমেনশাহী আদর্শ মহিলা মাদরাসা, রঘুরামপুর, শম্ভুগঞ্জ, সদর, ময়মনসিংহ। ২ জন শিক্ষার্থীর কেউ পরীক্ষা দেয়নি।
জামিয়া লোকমানিয়া মহিলা মাদরাসা, চর ভবানীপুর, চরখারিচা, সদর, ময়মনসিংহ। ১ জন শিক্ষার্থীর কেউ পরীক্ষা দেয়নি।
দাওরায়ে হাদিসের ফলাফল নিয়ে আরও প্রতিবেদন পড়ুন
দাওরায়ে হাদিসের ফলাফল ঘোষণা; পাশের হার ৭৩.৩৪
দাওরায়ে হাদিসে মেধা তালিকায় শীর্ষ যারা
দাওরায়ে হাদিসের ফলাফল : কোন বোর্ডের পাসের হার কত?
হাইয়াতুল উলিয়ায় জামিয়া পটিয়ার অনন্য সাফল্য
এবারও সফলতায় শীর্ষে জামিয়াতুল উলূমিল ইসলামিয়া
-আরআর