শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান ঢাকাস্থ চাঁদপুর ফোরামের সেতুবন্ধন সভা অনুষ্ঠিত অর্থবহ সংস্কারের আগে নির্বাচন নয়: প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ বিস্ময়কর হাফেজ শিশুর সঙ্গে শায়খ আহমাদুল্লাহ মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর জানাযা ও দাফন সম্পন্ন ১৬ টি বছর জুলুম-ষড়যন্ত্রের মধ্যে ছিল মাদরাসার ছাত্ররা: ড. শামছুল আলম  ‘সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় সংস্কার কমিশন’ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসানের ইন্তেকালে খেলাফত মজলিসের শোকপ্রকাশ কাল ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

দাওরায়ে হাদিসে মেধা তালিকায় শীর্ষ যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: সম্মিলিত কওমি শিক্ষা বোর্ড আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদিসের ২য় কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে পাশের হার ৭৩.৩৪।

বৃস্পতিবার (৫ জুন) সকালে প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় কার্যালয় মতিঝিলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হয়। এতে বোর্ডের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুরুষদের মধ্যে মেধা তালিকায় ১ম স্থানে রয়েছেন বগুড়ার জামিল মাদরাসার শিক্ষার্থী মুহাম্মদ শামসুল হক ও রাজধানীর জামিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার খলিল আহমদ নাদিম।

নারী শিক্ষার্থীদের মধ্যে এবছর মেধা তালিকায় ১ম স্থান অধিকার করেছেন মাহমুদিয়া মহিলা মাদরাসা ডেমরা ঢাকার মুনজিয়া ইসলাম

এ বছর দাওরায়ে হাদিসের পরীক্ষা সম্মিলিত ৬ বোর্ড থেকে অংশ নিয়েছিলেন ২০ হাজার ৭৪৯ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ১৪,৭৪৭; ছাত্রী ৬,০০২।

বিস্তারিত মেধা তালিকা নিচে দেখুন।

মেধা তালিকা (ছাত্র )

১ম-ক মুহা: শামসুল হক, জামেয়া ইসলামিয়া কাছেমুল উলুম (জামিল মাদরাসা), বগুড়া।

১ম-খ ১৮৪১৭ খলিল আহমদ নাদিম জামিয়া আরাবিয়া ইমদাদুল উলম ফরিদাবাদ ঢাকা।

২য়-ক মুহা: নাসীরুদ্দীন জামিয়া নুরানিয়া, তারাপাশা কিশোরগঞ্জ।

২য়-খ মোহাম্মদ খুবাইব রাজী, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম।

৩য়-খ আয়াতুল্লাহ, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম।

৩য়-ক জিহাদুল ইসলাম, জামিয়াতুল উলুমিল ইসলামিয়া, মোহাম্মদপুর, ঢাকা।

৪র্থ- মুহা: মুহিব্বুর রহমান, মাদরাসা জামালুল কুরআন, গেন্ডারিয়া, ঢাকা।

৫ম- মো: আরিফ হাসান, জামিয়া রাহমানিয়া আরাবিয়া সাত মসজিদ, মোহাম্মদপুর।

৬ষ্ঠ- মোঃ মুতাসিম বিল্লাহ রাহাত, মাদরাসা বাইতুল উলম ঢালকানগর, ঢাকা।

৭ম- সিফাতুল্লাহ, জামিয়া আরাবিয়া ইমদাদুল উলম ফরিদাবাদ, ঢাকা।

৮ম-খ হুযাইফা, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম।

৮ম-ক খালিদ সাইফুল্লাহ, জামিয়াতুল উলুমিল ইসলামিয়া, মোহাম্মদপুর, ঢাকা।

৯ম- মুঈনুদ্দীন, জামেয়া কাসেমুল উলুম দরগাহ মাদরাসা সিলেট।

১০ম- মো: দিলাওয়ার হুসাইন, জামিয়াতুল উলুমিল ইসলামিয়া মোহাম্মদপুর, ঢাকা।

১১তম-গ মো: আব্দুল্লাহ, জামিয়া আরাবিয়া ইমদাদুল উলম ফরিদাবাদ, ঢাকা।
১১তম-ক মো: জাহাঙ্গীর কবীর, জামিয়া আরাবিয়া হাফিজিয়া ক্বারিয়ানা মাদরাসা, নিউ টাউন বাজার, সদর, দিনাজপুর।

১১তম-খ কাজী মুহাম্মাদুল্লাহ, জামিয়াতুস সুন্নাহ, শিবচর, মাদারীপুর।

১২তম- আ: ওয়াহিদ, মসজিদুল আকবার কমপ্লেক্স মাদরাসা মিরপুর-১।

১৩তম- মো: ইসমাইল জামিয়াতুল উলুমিল ইসলামিয়া, মোহাম্মদপুর, ঢাকা।

১৪তম- রেদওয়ান আহমদ জামিয়া আরাবিয়া ইমদাদুল উলম ফরিদাবাদ ঢাকা।

১৪তম- মোহা. আতিকুর রহমান, আশরাফুল মাদারিস, যশোর।

১৫তম- মো: ইকরাম, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম।

১৬তম- মোহাম্মদ ইউছুফ, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম।

১৭তম-ক ৯৩৮ মুহাম্মাদ, জামিআ রাহমানিয়া আরাবিয়া আলী এন্ড নর রিয়েল ষ্টেট, মোহাম্মদপুর, ঢাকা।

১৭তম-খ মুহা: আসাদুল্লাহ, হ জামিয়াতুল উলুমিল ইসলামিয়া, মোহাম্মদী হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা।

১৮তম-গ মাসরুর আহমদ, জামেয়া মাদানিয়া আঙ্গুরা বিয়ানীবাজার, সিলেট।

১৮তম-ক মো: জাহিদুল ইসলাম, জামিয়া আরাবিয়া হাফিজিয়া ক্বারিয়ানা মাদরাসা, নিউ টাউন বাজার, সদর, দিনাজপুর।

১৮তম-খ মুহাঃ রায়হান কবীর, মাদরাসা বাইতুল উলম ঢালকানগর, ঢাকা।

১৯তম-ক মো: মাহদী হাসান, জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলম, সদর দক্ষিণ, কুমিল্লা।

১৯তম-খ মুহাঃ মাহমুদুল হাসান মাদরাসা বাইতুল উলম ঢালকানগর, ঢাকা।

১৯তম-গ মোহাম্মদ ইবরাহীম খলীল, জামিয়াতুল উলুমিল ইসলামিয়া, মোহাম্মদপুর, ঢাকা।

২০তম-খ মুহা: আহসান হাবিব, জামেয়া ইসলামিয়া কাছেমুল উলুম (জামিল মাদরাসা), বগুড়া।

২০তম-ক ৭৫৯৬ মুহা. আল আমীন হোসেন, আশরাফুল মাদারিস, সতীঘাটা, কোতয়ালী, যশোর।

২১তম-ক মো: মাসুম বিল্লাহ, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া, যাত্রাবাড়ী ঢাকা।

২২তম-ক রোকনুজ্জামান, মসজিদুল আকবার কমপ্লেক্স জামিয়া ইসলামিয়া দারুল উলুম মিরপুর-১, ঢাকা।

২৩তম-ক মুহা: নুর উদ্দীন, জামিয়া ইসলামিয়া ওবায়দিয়া, নানুপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম।

২৪তম-ক মুহাঃ ইবরাহীম রুহী, জামিয়াতুস সুন্নাহ, দক্ষিণকান্দী, শিবচর, মাদারীপুর।

২৫তম-গ মু: আবুতাহের আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম।

২৫তম-ঘ মহিউদ্দীন মোহাম্মদ আব্দুল কাদের, জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ, ঢাকা-১২০৪।

২৫তম-ক মুহা: লোকমান হাকীম, জামিআ রাহমানিয়া আরাবিয়া আলী এন্ড নর রিয়েল ষ্টেট, মোহাম্মদপুর, ঢাকা।

২৫তম-খ ইউসুফ খান মাদরাসা বাইতুল উলম ঢালকানগর, সূত্রাপুর, ঢাকা।

২৬তম-গ মো: ওলিউল্লাহ, মারকাযুল ফিকরিল ইসলামী বাংলাদেশ, ব্লক ডি/বসুন্ধরা আবাসিক এলাকা, ৮৯১ গুলশান-২, ভাটারা, ঢাকা।

২৬তম-ঘ আযিযুর রহমান, জামেয়া কাসেমুল উলুম দরগাহে হযরত শাহজালাল রাহ. দরগাহ সিলেট।

২৬তম-ক মু: তাজুল ইসলাম, জামিয়া মোহাম্মাদীয়া আরাবীয়া (মাদরাসা), সেকশন-৭, পল্লবী ঢাকা।

২৬তম-খ মুহা: মাহদী হাসান জামিয়া ইসলামিয়া মদীনাতুল উলুম, পশ্চিম সোনারামপুর, আশুগঞ্জ, বি-বাড়ীয়া।

২৭তম-ঙ ১৫৮২৪ সৈয়দ হাফেজ মো: ইসমাইল, মারকাযুল ফিকরিল ইসলামী বাংলাদেশ, ব্লক ডি/বসুন্ধরা আবাসিক এলাকা, গুলশান-২, ভাটারা, ঢাকা।

২৭তম-চ আজিজুল হক, জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ ঢাকা।

২৭তম-ক মুজাহিদুল ইসলাম, জামিয়া ইসলামিয়া দারুল উলম মাদানিয়া, যাত্রাবাড়ী, ঢাকা।

২৭তম-খ আহসান উল্লাহ, আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলম মুঈনুল ইসলাম হাটহাজারী, চট্টগ্রাম।

২৭তম-গ মো: মিজানুর রহমান, আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলম মুঈনুল ইসলাম হাটহাজারী, চট্টগ্রাম।

২৭তম-ঘ যুবাইর আহমাদ, জামিয়াতুল উলুমিল ইসলামিয়া, মোহাম্মদপুর, ঢাকা।

২৮তম-ক মোঃ সাইফুল ইসলাম, জামেউল উলুম মাদরাসা মিরপুর-১৪, কাফরুল, ঢাকা।

২৮তম-খ মো: জাকারিয়া, জামিয়া মাদানিয়া (কাশেফুল উলম), শুলকবহর, চট্টগ্রাম।

২৯তম-খ মো: ওমর ফারুক, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম।

২৯তম-গ  মো: মুহিবুল্লাহ, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম।

২৯তম-ঘ ১৫৪৮৭ মো: আতিকুর রহমান জামিয়া কওমিয়া আরাবিয়া দারুল উলম খুকনি, এনায়েতপুর, সিরাজগঞ্জ।

২৯তম-ঙমো: ইলিয়াছ আমীন জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া, যাত্রাবাড়ী ঢাকা।

২৯তম-ক মুহাম্মাদ আশরাফুল ইসলাম, জামিয়া রাহমানিয়া আরাবিয়া সাত মসজিদ, ঢাকা।

৩০তম-খ আব্দুছ ছবুর, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম।

৩০তম-ক ৯৩৪ মুহা: তানবীর, মাহতাব জামিআ রাহমানিয়া আরাবিয়া আলী এন্ড নুর রিয়েল ষ্টেট, মোহাম্মদপুর, ঢাকা।

৩১তম-ক ১১৪৭৩ এনামুল হক, আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদানীনগর, সিদ্ধিরগঞ্জ, নারায়নগঞ্জ।

৩১তম-খ নাঈম নজির, জামিয়াতুল আবরার বাংলাদেশ, কেরাণীগঞ্জ, ঢাকা।

৩১তম-গ কাজী মনসুর আহমদ, শাহবাগ জামিয়া মাদানিয়া কাসিমুল উলুম জকিগঞ্জ, সিলেট।

৩২তম-গ নরুল হাসান, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম।

৩২তম-ক ৩২৩৭ মুহা: সাদ, রাজাপুর জামিয়া ইসলামিয়া মোহাম্মাদিয়া, রাজাপুর, লাকসাম, কুমিল্লা।

৩২তম-খ মোঃ ইবরাহিম হোসেন, জামিয়া হোসাইনিয়া আরাবিয়া মাদরাসা ও এতিমখানা আগারগাঁও, শেরে বাংলানগর, মোহাম্মদপুর, ঢাকা

৩৩তম-ক মোঃ আব্দুল্লাহ ইদি্রস আলী বিশ্বাস, ইসলামিয়া মাদরাসা, আল্লার দর্গা, দৌলতপুর, কুষ্টিয়া।

৩৩তম-খ মোহা: মঈন উদ্দিন আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম।

৩৩তম-গ মাহদী হাসান, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া, যাত্রাবাড়ী ঢাকা।

৩৩তম-ঘ মুহা: আফসার শরীফ জিবরান, জামেয়া ইসলামিয়া আনওয়ারুল উলুম উমরপুরবাজার, ওসমানীনগর, সিলেট।

৩৪তম-গ আলীমুজ্জামান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ, ঢাকা।

৩৪তম-ক রাকিবুল ইসলাম আল মাদরাসাতুল আরাবিয়া বাইতুস সালাম উত্তরা, ঢাকা।

৩৪তম-খ মোঃ আশরাফ আলী মাদরাসা বাইতুল উলম ঢালকানগর, সূত্রাপুর, ঢাকা।

৩৫তম-ক সারোয়ার হোসেন, জামিয়া শরইয়্যাহ মালিবাগ ঢাকা।

৩৬তম-ক আহমদ উল্লাহ, ছমদিয়া আশরাফুল উলুম মাদরাসা, লোহাগাড়া, চট্টগ্রাম।

৩৬তম-খ ১৭৩৮৩ সা’দুল্লাহ জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া, যাত্রাবাড়ী ঢাকা।

৩৭তম-ক মোঃ সাইদুর রহমান শেখ, জামিয়াতুস সুন্নাহ, দক্ষিণকান্দী, শিবচর, মাদারীপুর।

৩৭তম-খ মোঃ সাইফুল্লাহ, মাদরাসা বাইতুল উলম ঢালকানগর, ঢাকা।

৩৭তম-গ মহিউদ্দিন ইবনে মুনির, মসজিদুল আকবার কমপ্লেক্স জামিয়া ইসলামিয়া দারুল উলুম মিরপুর ঢাকা।

৩৮তম-ছ মো: ইমাম হোসেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া, যাত্রাবাড়ী ঢাকা।

৩৮তম-ক শফীকুল ইসলাম শেখ, জামিআ রাহমানিয়া আরাবিয়া আলী এন্ড নুর রিয়েল ষ্টেট, মোহাম্মদপুর, ঢাকা।

৩৮তম-খ মুহা: জাহিদ হাসান, জামিআ রাহমানিয়া আরাবিয়া আলী এন্ড নুর রিয়েল ষ্টেট, মোহাম্মদপুর, ঢাকা।

৩৮তম-গ মুহাম্মাদ মাহমুদুল হাসান, জামিয়া রাহমানিয়া আরাবিয়া সাত মসজিদ, মোহাম্মদপুর, ঢাকা।

৩৮তম-ঘ মুহাম্মাদ রবিউল ইসলাম, জামিয়াতুস সুন্নাহ, দক্ষিণকান্দী, শিবচর, মাদারীপুর।

৩৮তম-ঙ মুঈনুদ্দীন, জামিয়াতুল উলুমিল ইসলামিয়া, মোহাম্মদপুর, ঢাকা।

৩৮তম-চ আব্দুল্লাহ আল নোমান জামিয়াতুল উলুমিল ইসলামিয়া, মোহাম্মদপুর, ঢাকা।

৩৯তম-গ মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ জামিআ রাব্বানিয়া আরাবিয়া, জালকুড়ি, সিদ্ধিরগন্জ, নারায়নগন্জ।

৩৯তম-ঘ মো: আবুদারদা, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম।

৩৯তম-ঙ মো: হাবিবুল্লাহ জামিয়া কুরআনিয়া এমদাদুল উলুম, ফুলছোঁয়া, হাজীগঞ্জ, চাঁদপুর।

৩৯তম-ক মো: আবরারুল হক, আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলম মুঈনুল ইসলাম হাটহাজারী, চট্টগ্রাম।

৩৯তম-খ মো: নজরুল ইসলাম বাইতুল আমান মাদরাসা মসজিদ কমপ্লেক্স, আদাবর, ঢাকা।

৪০তম-চ মো: সুললাইমান হুসাইন, মারকাযুল ফিকরিল ইসলামী বাংলাদেশ, ব্লক ডি/বসুন্ধরা আবাসিক এলাকা, গুলশান-২, ভাটারা, ঢাকা।

৪০তম-ছ আব্দুল্লাহ জামেয়া কাসেমুল উলুম দরগাহে হযরত শাহজালাল রহ. দরগাহ সিলেট।

৪০তম-জ সাইফুর রহমান হেলাল, জামেয়া তওক্কুি লয়া রেঙ্গা, দক্ষিণ সুরমা, সিলেট।

৪০তম-ক মুহা: সোলাইমান, জামিআ রাহমানিয়া আরাবিয়া আলী এন্ড নর রিয়েল ষ্টেট, মোহাম্মদপুর, ঢাকা।

৪০তম-খ মো: মোবারক হুসাইন, আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলম মুঈনুল ইসলাম হাটহাজারী, চট্টগ্রাম।

৪০তম-গ মো: জাফর ইকবাল মারকাজুল উলুম আল ইসলামিয়া দক্ষিন মান্ডা, মুগদা, ঢাকা।

৪০তম-ঘ ওমর ফারুক, দারুল উলুম আল হোছাইনিয়া ওলামা বাজার, চর চান্দিয়া, সোনাগাজী, ফেনী।

৪০তম-ঙ মো: হাসানুজ্জামান আশরাফুল উলুম মাদরাসা, সদর, কুষ্টিয়া।

মেধা তালিকা (ছাত্রী)

১ম-ক মুনজিয়া ইসলাম, মাহমুদিয়া মহিলা মাদরাসা, মাহমুদনগর, ডেমরা, ঢাকা।

২য়-ক শামিমা, আয়েশা সিদ্দীকা মহিলা মাদরাসা, দত্তপাড়া, সদর, নরসিংদী।

৩য়-খ হাফসা সুলতানা মাদরাসা আয়েশা সিদ্দীকা (রা.), ৮৩ ঢালকানগর, ঢাকা।

৩য়-গ ১২২৮০ ফাহিমা মুসাররাত মাদরাসা আয়েশা সিদ্দীকা (রা.), ৮৩ ঢালকানগর, ঢাকা।

৩য়-ক রাহমা, আল হুদা মহিলা মাদরাসা, মীরেরহাট, হাটহাজারী, চট্টগ্রাম।

৪র্থ- ক  ফারিহা মাহজাবীন জামিয়া ইবরাহীমিয়া আমীনিয়া মহিলা মাদরাসা, আটিওয়াপদা কলোনী রোড, ৮৭৫ সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

৫ম-ক ১১২১৬ তামান্না আক্তার লিমা, নাসিরাবাদ তোহফাতুল জান্নাত মহিলা মাদরাসা, ১৮নং বগাবাড়ী, সদর, মোমেনশাহী।

৬ষ্ঠ-ক  তাসমিয়া আক্তার, হযরত ফাতিমা রা. তালিমুদ্দিন মহিলা মাদরাসা, মেরাজনগর, কদমতলী, ঢাকা।

৭ম-খ তাইয়েবা বাইতুল ফালাহ মহিলা মাদরাসা, ২৯ শাহী মসজিদ, বন্দর, নারায়ণগঞ্জ।

৭ম-ক তাজকিরা বেগম, জামিয়া ফাতেমাতুজ জাহরা (রা.) দয়ামীর মহিলা মাদরাসা, উসমানী নগর, সিলেট।

৮ম-ক  নাছিমা আক্তার, জামিয়া রাহেলা পারভীন তাহযীবুল বানাত নেত্রকোনা।

৮ম-খ  তানজীম তাসফিয়া দিনা, রামপুরা জাতীয় মহিলা মাদরাসা, ঢাকা।

৯ম-খ সাদিয়া আক্তার, আল মাদরাসাতুল ইসলামিয়া তালীমুল উম্মাহ, ফায়দাবাদ, ঢাকা।

৯ম-গ  কামরুন্নাহার, মাদরাসা আয়েশা সিদ্দীকা (রা.), ৮৩ ঢালকানগর, সূত্রাপুর, ঢাকা।

৯ম-ঘ  খাদিজা আখতার জামিয়া ইবরাহীমিয়া আমীনিয়া মহিলা মাদরাসা, আটিওয়াপদা কলোনী রোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

৯ম-ক হুমাইরা, আল জামিয়াতুল আরাবিয়া লিল বানাত (ফাতেমা রা. মহিলা মাদরাসা), বগুড়া।

১০ম- সাদিয়া হাসান, জামি’আ ইসলামিয়া আশরাফুল উলুম মহিলা মাদরাসা ও এতিমখানা, ছনটেক, যাত্রাবাড়ী, ঢাকা।

সূত্র: হাইআতুল উলয়ার ওয়েবসাইট

-আরআর

স্বল্পমূল্যে মাদরাসার ছাত্রদের আইডি কার্ড ছাপছে লুবাবা গ্রাফিক্স


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ