আওয়ার ইসলাম : চট্টগ্রামে ছিনতাইয়ের অভিযোগে সাত নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এই নারীরা যাত্রীবেশে বাসে উঠে বিশৃঙ্খলা সৃষ্টি করে যাত্রীদের টাকাপয়সা-অলঙ্কার কেড়ে নিতেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৯ জুন) রাতভর চট্টগ্রাম নগরীর নিউমার্কেঠ ও সীতাকুণ্ডের ইমামনগরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।
গ্রেফতার হওয়া নারীরা হলেন- মোছাম্মৎ রাহেলা (৪০), আফিয়া বেগম (১৮), ফুলতারা বেগম (২২), সাহার বানু (৫৫), সুলতানা বেগম (২৩), নাজমা বেগম (৩৫) ও মরিয়ম বেগম (২৫)।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন সারাবাংলাকে জানান, গ্রেফতার হওয়া সাত নারী পরস্পরের আত্মীয়। তাদের কৌশল হচ্ছে, তারা একসঙ্গে বাসে উঠেন। ভিড়ের মধ্যে নিজেরা জটলা তৈরি করেন। বিশৃঙ্খলা সৃষ্টি করেন। হইচইয়ের মধ্যে সাধারণ ছাত্রীদের টাকাপয়সা-মোবাইল, অলঙ্কারসহ বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যান।
ওসি জানান, শুক্রবার রাতে রাহেলাকে এক নারী বাসযাত্রীর চেইন ছিনিয়ে নেওয়ার সময় আটক করা হয়। তার স্বীকারোক্তিতে বাকি ছয়জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া নারীদের সবার বাড়ি ব্রাক্ষ্মণবাড়িয়ার নাসিরনগরে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুন : ইয়াবাসহ সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর আটক