শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ।। ৬ বৈশাখ ১৪৩২ ।। ২১ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
জুলাইয়ের নায়ক ‘ফাইয়াজ’ এখনো পুলিশ হত্যা মামলার আসামি! বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা কমিটি পুনর্গঠন দক্ষ শেফ তৈরির প্রশিক্ষণ দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন সংস্কার ও খুনিদের বিচার ছাড়া দেশের মানুষ নির্বাচন মানবে না: জামাত আমির ভারতের অগণতান্ত্রিক পৈশাচিক ভূমিকার প্রতিবাদ জানাই: দুদু আমরা সর্বপ্রথম হাসিনার বিচার দেখতে চাই: এ্যানি আল-আকসা ভেঙে থার্ড টেম্পল নির্মাণের পরিকল্পনা, সতর্কতা দিলো ফিলিস্তিন শায়খে চরমোনাইকে মেয়র ঘোষণার দাবিতে বরিশালে গণমিছিল  ভারতে বিতর্কিত কালো আইন অবিলম্বে বাতিল করতে হবে বরিশালে মুফতি ফয়জুল করীমকে সিটি মেয়র ঘোষণা করুন: চরমোনাই পীর

মোবাইলে দ্রুত চার্জ দেবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : এক্ষুনি বন্ধুর সঙ্গে কোথাও দেখা করতে যেতে হবে অথচ দেখলেন যে মোবাইলে চার্জ নেই। ওই সময় অল্প একটু চার্জ হলেও হয়তো কাজ চলবে কিন্তু তা না হলে দেরি হয়ে যাবে। তাও যদি হয় পুরানো মোবাইল। কিন্তু অতিরিক্ত সময় লাগবে বলে ভাবছেন দেরি হয়ে যাবে।

এমন কিছু পদ্ধতি রয়েছে, যেগুলো মানলে মোবাইলে দ্রুত চার্জ করা সম্ভব। যেমন, ফোন একটু পুরনো হলে নিয়মিত সেটিকে আপডেট করান। এর ফলে ফোন যেমন স্লো হবে না, ফোনের ব্যাটারিও ভালো থাকবে। ব্র্যান্ডেড চার্জার ব্যবহার করার চেষ্টা করুন। কম্পিউটার বা ওয়ারলেস চার্জিং করলেও চার্জ হতে সময় বেশি লাগে। ফলে প্লাগ পয়েন্ট থেকে ফোন চার্জ করাই শ্রেয়।

এ ধরনের পরিস্থিতিতে কীভাবে দ্রুত চার্জ দেবেন?
ফোন চার্জে বসানোর সময়ে ব্যাটারি সেভিং মোড অন করে দিতে পারেন। ফোন চার্জ করার সময়ে ফ্লাইট মোড অ্যাক্টিভেট করে দিন। এর ফলে কলিং, ইন্টারনেট, জিপিএস সবই বন্ধ থাকবে।

যেখানে ফোন চার্জ করছেন সেই জায়গাটি খুব গরম বা ঠান্ডা হলে চার্জিংয়ে বেশি সময় লাগে। অতিরিক্ত গরমে ফোন চার্জ করলে ফোনের তাপমাত্রাও বেড়ে যায়। ফলে অত্যন্ত ধীর গতিতে ফোন চার্জ হয়।

ফোনের পাওয়ার বন্ধ করে দিয়ে চার্জ দিলেও একই রকম সুবিধা পেতে পারেন, তবে যাঁরা ঘড়ি বা অ্যালার্মনির্ভর, তাঁদের জন্য ফোনের পাওয়ার পুরো বন্ধ করে দেওয়া অবশ্য সঠিক সমাধান নয়।

আরও পড়ুন : চোখ ব্যাথা করলে কী করবেন?


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ