রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম
সৌদি আরবে পবিত্র কাবাঘরের পাশে বিদেশি এক নাগরিক আত্মহত্যা করেছে। গতকাল (শুক্রবার) রাত ৯টা ২০ মিনিটের সময় লাফ দেয় এবং ঘটনাস্থলেই মারা যায়।
ঠিক কেন আত্মহত্যা করেছেন, এটি জানা যায়নি। সৌদি পুলিশ এক মুখপাত্রের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, “দ্রুত ওই ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়। এ ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া, আত্মহত্যাকারী ব্যক্তি কোন দেশের নাগরিক এবং তার আত্মহত্যার কারণ কী- এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।”
কীভাবে এ ঘটনা ঘটলো তা নিয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।
কাবাঘরের পাশে আত্মহত্যার চেষ্টা করার ঘটনা একদমই নতুন নয়।গত কয়েক বছরে এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। বেশ কয়েকজন ওপর তলা থেকে কাবা চত্বরে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। অনেককে আত্মহত্যার চেষ্টাকালে আটকে দেওয়া হয়েছে।
ঠিক কী কারণে কাবাঘরকে আত্মহত্যার জায়গা বানানো হচ্ছে তা এখন পর্যন্ত স্পষ্ট না। তবে পূর্ব এশিয়ার অনেকে মনে করেন, কাবা ঘরের পাশে আত্মহত্যা অত্যন্ত বড় পুণ্যের কাজ।
তবে ইসলামি শরিয়াহ অনুযায়ী আত্মহত্যা মহাপাপ এবং বড় গুনাহের শামিল। একে পুণ্য মনে করার কোন কারণ নেই। আর্থসামাজিক চাপে পড়েও আত্মহত্যা করার কোন সুযোগ ইসলামে নেই। সূত্র : আল-জাজিরা।
আরও পড়ুন : কাবাঘরের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা!