আওয়ার ইসলাম: প্রথমবারের মতো প্রকাশ্যে মাঠে ঈদের নামাজ পড়ার অনুমতি পেয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান শহরের নারীরা।গতকাল রবিবার বর্ধমান কেন্দ্রীয় ঈদ কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা যায়, বর্ধমানের টাউন হলে কেন্দ্রীয়ভাবে প্রতি ঈদে নামাজ পড়া হলেও সেখানে শুধু পুরুষরাই অংশ নিতেন। তবে এবার থেকে নারীরাও সেখানে নামাজ পড়বেন।
রবিবার ওয়াকফ অ্যাস্টেট মুতুয়াল্লি কমিটির দফতরে কেন্দ্রীয় ঈদ কমিটির বৈঠকে টাউন হল মাঠে ঈদের নামাজে নারীদের অংশগ্রহণ বিষয়ে প্রস্তাব ওঠে। কেন্দ্রীয় ঈদ কমিটি সেই প্রস্তাবে সায় দিলে প্রকাশ্যে ঈদের নামাজ পড়ার অনুমতি মেলে বর্ধমানের নারীদের।
বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় ঈদ কমিটির সম্পাদক নূর আলম বলেন, 'বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তার মধ্যে নারীরা টাউন হলে নামাজ পড়তে চান বলে প্রস্তাব এসেছিল। সেটাও গৃহীত হয়েছে।'
এইচজে
আরো পড়ুন সিলেবাসে থাকছে মাওলানা আবুল ফাতাহ’র ‘দেওবন্দ আন্দোলন’