আওয়ার ইসলাম : রাজধানীবাসীকে যাত্রীসেবায় দিতে এবার উবার,পাঠাও-এর মতো ঢাকার রাজপথে নামছে নতুন পরিবহন সার্ভিস ‘রাইডহোস্ট’ শেয়ার রাইডিং। যেকোন স্মার্টফোনে রাইডহোস্ট অ্যাপসটি ডাউনলোড করে খুব সহজেই পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় বাহন সার্ভিস।
রাইডহোস্টে মোট পাঁচটি সার্ভিস অপশন থাকছে- হোস্ট বাইক, হোস্ট সিএনজি, হোস্ট এক্স, হোস্ট ডিলাক্স এবং হোস্ট মাইক্রো।
গত মঙ্গলবার (২৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
রাজধানী ঢাকায় চলমান গাড়ি সার্ভিসগুলো থেকে রাইডহোস্টের গাড়িগুলো ভাড়ায় সাশ্রয়ী ও নিরাপদ। রাইডহোস্ট শেয়ার রাইডিংয়ের বিশেষত্ব হলো- মাল্টিপল কলসহ নানা যাত্রী এবং ড্রাইভার সহায়ক ফিচার সম্বলিত গাড়ি হায়ার সার্ভিস।
ঢাকা মহানগরীর জন্য তৈরি যাত্রীসেবার এই রাইডহোস্ট শেয়ার রাইডিংয়ের যাত্রা এবং যাত্রীসেবার মান সম্পর্কে প্রতিষ্ঠানের সিইও অথৈ জয় শরীফ বলেন, ‘রাইডহোস্ট কানাডিয়ান একটি শেয়ার রাইডিং সার্ভিস প্রতিষ্ঠান। বাংলাদেশেই এর দ্বিতীয় যাত্রা শুরু হচ্ছে।
তিনি বলেন, বেশ সুনামের সঙ্গে রাইডহোস্ট কানাডার রাস্তায় চলছে। ঢাকার রাস্তাতেও নিরাপদ যাত্রীসেবার মাধ্যমে রাইডহোস্ট শেয়ার রাইডিং এক নতুন মাত্রা যোগ করবে বলে আমরা আশাবাদী।’
রাইডহোস্ট অ্যাপসটি তৈরি করেছে আমেরিকার সিলিকন ভ্যালি। বিস্তারিত জানা যাবে- (www.rydehostbd.com)-এ।
আরও পড়ুন : রোগীদের বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দেবে উবার; যেভাবে পাওয়া যাবে