মুহাম্মদ মাঈন উদ্দিন: দ্য কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড এ্যান্ড রিলিফ সেন্টার (কেএসরিলিফ) সিরিয়ার আলেপ্পোর দক্ষিণাংশে, ইয়েমেনের টেইজ এবং বাংলাদেশের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ইফতার সামগ্রী বিতরণ করছে।
আলেপ্পোর রেইতান, মিজনাজ, কাফর হামরা এবং দারা আজ্জাতে বিতরণ কার্যক্রম চলেছে বলে জানা যায়।
টেইজ প্রদেশের সালাহতে ১৫০০ প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করেছে যা দিয়ে প্রতিদিন ৯০০০ লোক উপকৃত হচ্ছে।
এই সহায়তা সৌদি আরবের মানবিক প্রজেক্ট অনুযায়ী কেএসরিলিফ কতৃক পরিচালিত হচ্ছে।
বিশ্বজুড়ে আক্রান্ত লোক এবং দেশগুলোর জন্য সৌদি আরবের এই উদ্যোগের প্রশংসা করে ইউনেস্কো আরব গ্রুপ।
কেএসরিলিফ নয়টি দেশে শিক্ষামূলক প্রোগ্রাম পরিচালনা করে যাতে সর্বমোট ৯৩,০০০.০০০ পাউন্ড খরচ হয়।
কেএসরিলিফ বর্তমানে ৪০ টি দেশে ৪১৯ টি মানবিক সহায়তার প্রকল্প পরিচালনা করছে।
সৌদি গেজেট হতে মুহাম্মদ মাঈন উদ্দিনের অনুবাদ
-আরআর