আওয়ার ইসলাম: দারুল উলূম দেওবন্দে নির্বিঘ্নে পড়ার সুযোগ প্রদানের দাবীতে ২১ মে সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে 'কওমী ছাত্র-শিক্ষক পরিষদ' মানববন্ধন কর্মসূচির আহবান করেছে৷
শুক্রবার (১৮ মে) বিকেলে পল্টনে সংগঠনের বৈঠক শেষে এই কর্মসূচি ঘোষণা করা হয়৷ বৈঠকে নেতৃবৃন্দ বলেন, শিক্ষার দুয়ার থাকবে সবার জন্য উন্মুক্ত৷ বাংলাদেশ থেকে প্রতি বছর ভারতে সাধারণ শিক্ষার জন্য শিক্ষার্থীরা যেতে পারে৷
কিন্তু যে দেওবন্দ মাদরাসাকে কেন্দ্র করে এবং আদর্শ মেনে এ দেশে হাজারো কওমি মাদরাসা প্রতিষ্ঠিত হয়েছে এবং এ সকল মাদরাসা থেকে প্রতি বছর হাজার হাজার ছাত্র আলেম হিসেবে বেরিয়ে এলেও উচ্চশিক্ষার জন্য তাদের দারুল উলূম দেওবন্দে যেতে না পারাটা নিতান্ত দুর্ভাগ্যজনক৷
নেতৃবৃন্দ বাংলাদেশ এবং ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং প্রতিবন্ধকতা দূর করার উদাত্ত আহবান জানান৷
নেতৃবৃন্দ এই যৌক্তিক ও ন্যায্য দাবীর সমর্থনে দেশের কওমী ছাত্র-শিক্ষকদের সজাগ দৃষ্টি দিতে আহবান জানান৷
এই দাবী পূরণে আগামী ২১ মে সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ঘোষিত মানববন্ধন কর্মসূচী সফলে সবাইকে এগিয়ে আসার আহবান জানান৷
সংগঠনের সমন্বয়ক মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে মুফতি সাখাওয়াত হোসেন রাজি এর সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন যুগ্ম সমন্বয়ক মাওলানা গাজি আতাউর রহমান ও মাওলানা হাসান মুহাম্মদ জামিল সদস্য মাওলানা মাওলানা শেখ লুকমান হুসাইন মাওলানা সাইমুম সাদী, ওয়ালিউল্লাহ আরমান, মুফতি এনায়েতুল্লাহ মাওলানা গাজি ইয়াকুব মাওলানা জুনায়েদ গুলজার, মাওলানা ফখরুল ইসলাম, আলহাজ ইমরানুল বারি সিরাজি মাওলানািইহসানুল হক মুফতী আবদুল কাইয়ূম, এছাড়াও সদস্য হিসেবে আরো রয়েছেন দেশবরেণ্য মুফাসসিরে কুরআন মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী, মুফতী রাফি বিন মনীর মুফতী রিজওয়ান রফিকী মুফতী শাসসুদ্দোহা। মুফতি জাবের কাসেমিসহ প্রমুখ।
আরো পড়ুন-রমজানের শুরুতে যে আমল করতেন আল্লামা কাশ্মীরি রহ.