শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

বিশ্বনেতাদের উদ্দেশে শিশুর কান্নাভেজা কণ্ঠস্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্বব্যাপী মুসলিম নির্যাতনে ক্লান্ত পৃথিবী। বর্বরতা ছাড়িয়ে যাচ্ছে পূর্বের সব রেকর্ড। ইরাক, আফগান, ফিলিস্তিন, লেবান, সিরিয়াসহ পৃথিবীব্যাপী মুসলিম নিধন যেন বর্তমান বিশ্বমোড়লদের একমাত্র মিশন হয়ে উঠেছে।

তাদের এ অসহ্য নির্যাতনের বিরুদ্ধে অনেকেই অনেকভাবে আওয়াজ তুলেছে। বুদ্ধিবৃত্তিকভাবে, শিল্প, সাহিত্য ও সঙ্গীতের মাধ্যমে। ফটোগ্রাফি, থিয়েটার, সিনেমার মাধ্যমেও প্রতিবাদ করছে বিভিন্ন মিডিয়া মহল।

এবার এক আরব শিশুর কণ্ঠ ঝড়ে পড়ল দরদ ও আবেগের কান্না। বিশ্বের দাপুটে প্রেসিডেন্টদের উদ্দেশে হৃদয়ের সবটুকু উজাড় করে গেয়েছে একটি মর্মন্তুদ গান। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। গানটির স্বার্থক অনুবাদ করেছেন কবি সালাহউদ্দীন জাহাঙ্গীর।

মি. প্রেসিডেন্ট

মি. প্রেসিডেন্ট,
রমজান এসেছে
আমন্ত্রণ জানাই আপনাকে, আমাদের সঙ্গে ইফতারের
যদি আপনি ধ্বংস্তূপে খুঁজে পান আমার ছোট্ট ঘর,
এবং আমার মা নিয়ে এসেছে
এক টুকরো রুটি আর তার বিচূর্ণ আহত হৃদয়

মসজিদে হয়েছে আজান, গির্জার ঘণ্টাধ্বনি বাজে ওই
ডাকে, একই সে খোদার পথে
একই সে বেহেশতের পানে

মৃত্যুর তরী ভিড়েছে অবশেষে প্রতীক্ষিত স্বপ্নের দেশে
সেখানে আর কোনো শিশুর ছবি যেন
মানুষের অনুকম্পার ভিখারী না হয়

মি. প্রেসিডেন্ট,
আমি ঘুমুতে পারি না
যখনই বন্ধ করি দুই চোখের পাতা
শুনতে পাই বোমার তীব্র বর্ষণের শব্দ
আমার বিছানা ভরে ওঠে আগুন আর ধোঁয়ার কুণ্ডলি
এখন ভয়ও আমার থেকে পালিয়ে গেছে দূরে
চিৎকার করে কাঁদে মায়ের ঘুমপাড়ানি গান
আমার খেলনা-পুতুল রক্তাক্ত, পড়ে আছে কোথাও
মি. প্রেসিডেন্ট, শুনতে পাচ্ছেন-
আমার খেলনা-পুতুল রক্তাক্ত

মি. প্রেসিডেন্ট,
আমরা পলাতক
আমরা বিতাড়িত
এবং আমরাই হয়েছি দোষী
ধর্মের দোষে আমরাই আজ অপরাধী
ধর্মের কারণে
দণ্ডিত হয়েছি ধ্বংসের মিছিলে
আমাদের কণ্ঠ স্তব্ধ করে রেখেছিল বহুদিন
কেননা আমরা আওয়াজ তুলেছিলাম হিরণ্ময় বিশ্বাসের

মি. প্রেসিডেন্ট, শুনে রাখুন-
খুব শিগগির আমরা ইফতার করবো জেরুজালেমে
ফিলিস্তিনের প্রেমিত রাজধানী
খোদার প্রতিশ্রুত ভূমি, যেমনটি লেখা আছে
যার জন্য আমরা প্রতিনিয়ত প্রার্থনা করছি

খুব শিগগির আমরা ইফতার করবো জেরুজালেমে
ফিলিস্তিনের প্রেমিত রাজধানী
খোদার প্রতিশ্রুত ভূমি, যেমনটি লেখা আছে
যার জন্য আমরা প্রতিনিয়ত প্রার্থনা করছি

খুব শিগগির আমরা ইফতার করবো জেরুজালেমে
ফিলিস্তিনের প্রেমিত রাজধানী
খোদার প্রতিশ্রুত ভূমি, যেমনটি লেখা আছে
যার জন্য আমরা প্রতিনিয়ত প্রার্থনা করছি

আমিন – কবুল হোক
আমিন – কবুল হোক
আমিন – কবুল হোক

লিরিক্স : হিবা মাশারি হামাদাহ
সুর : বাশার আশ-শাতি তাওজি
পরিচালনায় : সামির আবুদ

https://www.facebook.com/salahuddin.jahangir/videos/10212500152394014/?hc_ref=ARQPFVLtKnHWJTAiWb-yYKU43e897Eseip3xIbQbHG4zkcpXpNfCe0kqtia66a2_Vy0


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ