শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান ঢাকাস্থ চাঁদপুর ফোরামের সেতুবন্ধন সভা অনুষ্ঠিত অর্থবহ সংস্কারের আগে নির্বাচন নয়: প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ বিস্ময়কর হাফেজ শিশুর সঙ্গে শায়খ আহমাদুল্লাহ মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর জানাযা ও দাফন সম্পন্ন ১৬ টি বছর জুলুম-ষড়যন্ত্রের মধ্যে ছিল মাদরাসার ছাত্ররা: ড. শামছুল আলম  ‘সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় সংস্কার কমিশন’

মাওলানা সাদের ব্যাপারে আবারো অবস্থান স্পষ্ট করলো দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ আদনান
দেওবন্দ থেকে

সম্প্রতি দারুল উলুম দেওবন্দ থেকে মাওলানা সা'দ কান্ধলবীর ব্যাপারে আরো একবার অবস্থান স্পষ্ট করে ঘোষণা দিয়েছে দারুল উলুম দেওবন্দ

দারুল উলুম দেওবন্দের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটে দেওবন্দে প্রায় ১৫ জন উস্তাজ ও মুফতিয়ানে কেরামের স্বাক্ষর সম্বলিত একটি এলান প্রকাশ করেছে দারুল উলুম দেওবন্দ৷ এলানে স্পষ্টভাবে দারুল উলুমের বর্তমান অবস্থান সম্পর্কে অবগত করা হয়েছে সকলকে৷

গতকাল ৭ মে প্রকাশিত বার্তায় বলা হয়, প্রায় এক সপ্তাহ যাবত নতুন করে আবার একটি কথা মিডিয়ায় খুব প্রচারিত হচ্ছে যে দারুল উলুম দেওবন্দ সা'দ সাহেবের রুজুনামা গ্রহণ করে নিয়েছে৷

নতুনভাবে এই খবর প্রচারের পর থেকে অনেকেই মতানৈক্য ও সন্দেহে পতিত হচ্ছে যে দারুল উলুম দেওবন্দ তার অবস্থান থেকে সরে গেছে৷ তাই দারুল উলুম দেওবন্দ পুনরায় তার অবস্থান স্পষ্ট করাকে জরুরি মনে করে৷

দারুল উলুম দেওবন্দ এই ভিত্তিহীন সংবাদ প্রচারের দরুণ এর জবাব স্বরূপ এলানে স্পষ্টভাবে বলে দিয়েছে, দারুল উলুম দেওবন্দের সম্মানিত আসাতিযা ও মুফতিয়ানে কেরাম এখনো পূর্বের অবস্থানেই কায়েম রয়েছে৷ না তা থেকে সরে দাঁড়িয়েছে না সা'দ সাহেবের রুজুনামা গ্রহণ করেছে৷

ওমরা পালনকারীদের স্বাগত জানাতে প্রস্তুত মক্কা-মদিনা

সাথে সাথে দারুল উলুম দেওবন্দ উক্ত এলানে বলেছে, তাবলীগ জামাতের সাথে দারুল উলুম দেওবন্দের না পূর্বে কোনো শত্রুতা বা বিরোধ ছিল না বর্তমানে আছে৷

এলানে আরো বলা হয়, তাবলীগ জামাতের অন্তর্গত কলহের ব্যাপারে দারুল উলুম দেওবন্দ আজও নিজ অবস্থানে অটল৷ তাবলীগের দুই গ্রুপে দ্বন্দ্ব এটা তাবলীগ জামাতের ভেতরগত বিষয়৷ এর সাথে দেওবন্দের কোনো সম্পৃক্ততা নেই৷

এলানের শেষে দোয়াস্বরূপ বলা হয়, আল্লাহ তা'আলা আমাদের সকলকে কথা ও কাজের পদস্খলন থেকে হেফাজত করুন এবং আমাদের সকলকে সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখুন৷

বিবৃতিতে সাক্ষর করেছেন, আল্লামা আবুল কাসেম নুমানি (মুহতামিম), মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি, মাওলানা সাঈদ আহমদ পালনপুরি, মাওলানা নিয়ামতুল্লাহ আজমি, মাওলানা হাবিবুর রহমান আজমি, মাওলানা নূর আলম খলিল আমিনি, মাওলানা আবদুল খালেক সাম্ভুলি, মাওলানা জামিল আহমদ, মাওলানা যাইনুল ইসলাম কাসেমি, মাওলানা আমিন পালনপুরি ও মাওলানা কারি মুহাম্মদ উসমান প্রমুখ।

উল্লেখ্য, তাবলীগ জামাতের মারকাজ দিল্লির নেজামুদ্দীনের জিম্মাদার মাওলানা সাদের কিছু আপত্তিকর বক্তব্যের প্রেক্ষাপটে গতবছর একটি ফতোয়া প্রকাশ করে তাকে বিষয়গুলো থেকে রুজু [প্রত্যাবর্তন] করার আহ্বান জানানো হয়। কিন্তু এ পর্যন্ত তার যথাযথ রুজু না পাওয়ায় নতুন করে এবং এ বিষয়ে অপপ্রচার শুরু হওয়ায় পুনরায় বিবৃতি প্রকাশ করলো।

মূল খবরের লিংক daruluoomdeoband

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ