রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
আবারও সোনার দামে রেকর্ড ডেমরা যাত্রাবাড়ীর ৬০০ শিক্ষার্থীকে ট্রাফিক সম্মাননা প্রদান কিশোরগঞ্জ নিকলীর হিলচিয়া মাদরাসা থেকে ছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটি ঘোষণা উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই: ধর্ম উপদেষ্টা পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে আলেম অন্তর্ভুক্তির দাবি হেফাজতে ইসলামের সিংগাইরে হেফাজতে ইসলামের গণসমাবেশ ২৯ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা হলে ‘হাত ভেঙে’ দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘জুলাই বিপ্লবে আলেম-শিক্ষার্থীদের অবদান ও প্রত্যাশা’ নিয়ে আলোচনা সভা সোমবার সিলেটে অনুষ্ঠিত বিহানের ‘লেখালেখি ও এডিটিং কর্মশালা’

কার্যক্রম স্বাভাবিক; ভেতরে চাপা ক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: বাংলাদেশের তাবলিগের মারকাজ কাকরাইল মসজিদের অবস্থা বর্তমানে স্বাভাবিক রয়েছে। প্রতিদিনের মতো চলছে দৈনন্দিন আমল। নামাজ, তেলাওয়াত, তালিম ও তসবিহ তাহলিলে ব্যস্ত রয়েছেন তাবলিগের সাথীরা।

গত বিশ্ব ইজতেমায় দিল্লির নেজামুদ্দিনের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভিকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতার পর কাকরাইল মারকাজের শুরায় বিভক্তি দেখা দেয়। সে বিভক্তি বর্তমানে বেশিই দৃশ্যমান হয়ে পড়েছে। যে কারণে গত কয়েকদিন ধরেই উত্তেজনা ছড়িয়ে পড়েছিল।

তবে সর্বশেষ শনিবার সকালে উদ্ভুত পরিস্থিতির পর শুরা ও প্রশাসনের বৈঠকে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে মারকাজের অবস্থা স্থিতিশীল রয়েছে।

জানা গেছে, কাকরাইল মারকাজে এখন বহিরাগত কেউ নেই। ভেতরে যারা সর্বদায় আমলে থাকেন তারা অবস্থান করছেন। তবে বাইরে থেকে জামাত আসলে তাদের রুখ করে বিভিন্ন এলাকায় পাঠিয়ে দেয়া হচ্ছে।

এছাড়াও, প্রতিদিনের মশওয়ারা, বয়ান ও তালিম চলছে আগের নিয়মেই।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন মুকিম [মারকাজে অবস্থানকারী] আওয়ার ইসলামকে জানান, অন্যদিনের মতোই স্বাভাবিক কাজ কর্ম চলছে। তবে সবার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে, আগের মতো বাইরের কেউ এসে ঝামেলা করে কিনা।

দেখুন ও সাবস্ক্রাইব করুন আওয়ার ইসলাম টিভি

তিনি জানান, অন্যদিনের মতো আজও সকালে মশওয়ারা হয়েছে। সকালের এই মশওয়ার ফয়সাল বা সিদ্ধান্তগ্রহণকারী ছিলেন মাওলানা রবিউল হক। জামাতও বেরিয়েছে অন্যদিনের মতো। তবে পরিমাণে কম।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন মুকিম জানান, অন্যদিনের মতো সকাল ৯ টায় মশরাওয়া হয়। মশরাওয়ায় সারাদিনের কাজ বণ্টন করা হয়। জোহর ও আসরের পর বয়ানের জিম্মাদার ঠিক করা হয়। এছাড়া বাদ মাগরিব কারগুজারির হবে বলেও জানান তিনি।

তবে তিনি জানান, সব কিছু আগের মতো আছে, তবে সাথীদের মনে বড় কষ্ট, এই পরিস্থিতির জন্য।

‘কাকরাইলে যা ঘটছে তা খুবই দুঃখজনক ও বেদনাদায়ক’

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ