আওয়ার ইসলাম: আগামী ১ মে মিয়ানমারের রাখাইন যাবেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রতিনিধি দল। রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে তারা সেখানে সফর করবেন বলে জানা গেছে।
যদিও এর আগে একাধিক আন্তর্জাতি প্রতিনিধি দলকে রাখাইনে প্রবেশ করতে দেয়নি মিয়ানমার। আর আলোচনা রয়েছে ইতোমধ্যেই দেশটি রাখাইনের ভূমি থেকে নির্যাতনের সব চিহ্ন মুছে ফেলেছে।
গত আগস্টে রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের উপর সহিংস নির্যাতনের পর এটাই জাতিসংঘের সবচেয়ে উচ্চপদস্থ প্রতিনিধি দলের রাখাইন সফর হবে।
মিয়ানমারের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, প্রতিনিধি দলের সদস্যরা ৩০ এপ্রিল নেপিদো পৌঁছাবেন এবং তার পরের দিনই রাখাইনে যাবেন।
গত বছর ২৫ আগস্ট রাখাইনে তথাকথিত ক্লিয়ারেন্স অপারেশনের নামে রোহিঙ্গাদের জাতিগত নিধনের সম্মুখিন করা হয়। হত্যা, খুন, গুম এমন কোনো নির্যাতনই বাদ রাখেনি মিয়ানমার সেনাবাহিন ও মগরা। নির্যাতনের শিকার হয়ে তারা পালিয়ে আসেন বাংলাদেশ।
রোহিঙ্গা গণহত্যার স্বাধীন তদন্ত দাবি করেছে কমনওয়েলথ
-আরআর