শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


মারকাযুল কুরআনের উদ্যোগে ১০ দিনব্যাপী কুরআন মাশক কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  মারকাযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে ১০ দিন ব্যাপি মাশকের মাধ্যমে কুরআন প্রশিক্ষণের আয়োজন করেছে।

এদেশের হাফেজে কুরআন, মাদরাসার ছাত্র, শিক্ষক, ইমাম, মুয়াজ্জিনগণের জন্য কুরআন তিলাওয়াত শুদ্ধ ও সুন্দর করার আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ কোর্স।

৪ই মে থেকে ১৩ই মে পর্যন্ত আবাসিক অনাবাসিকের সুব্যবস্থা রয়েছে।জামিয়া ইসলামিয়া তা'লীমুস সুন্নাহ মাদরাসা দক্ষিণ মুগদা, ঢাকা (পুরষ শাখা মহিলা শাখা)।  প্রশিক্ষণ দিবেন হাফেজ ক্বারী শায়েখ আব্দুল হক
সভাপতি, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, হাফেজ ক্বারী শায়েখ নেছার আহমাদ আন নাছিরী চেয়ারম্যান, মারকাযুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশ ও প্রশিক্ষক, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ।

হাফেজ মাওলানা ক্বারী জসিম উদ্দিন মক্কী, মাওলানা মুফতী আবু তাহের সিদ্দীকি মুহতামিম, মারকাযুল কুরআন মাদরাসা, গাজীপুর হাফেজ ক্বারী শেখ ফরিদ বিন মােস্তফা 'প্রতিষ্ঠাতা পরিচালক, দারুল আরকাম মাদরাসা ঢাকা।

প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদী, প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া তালীমুস সুন্নাহ মাদরাসা ও খতিব, বাইতুল ফালাহ শাহী জামে মসজিদ, দক্ষিণ মুগদা, ঢাকা।

সার্বীক যোগাযোগ,  মােবাইল ০১৭১৪-৩৬২৩৪৭, ০১৭৫০-২৭২৮৯৭, ০১৭৬-৪৪৭১৪১৬ সায়েদাবাদ অথবা কমলাপুর থেকে রিক্সাযােগে। দক্ষিণ মুগদা থানা গলি।

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ