আওয়ার ইসলাম : হিফজুল কুরআনের ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে ও নতুন প্রতিভার সন্ধানে হিফজুল কুরআন প্রতিযোগিতা আয়োজন করেছে সিলেট দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের শাহ সিকন্দর তা’লীমুল কুরআন মাদরাসা।
সিলেট বিভাগীয় এ হিফজুল কুরআন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে আগামী ৪ মে শুক্রবার। শাহ সিকন্দর তা’লীমুল কুরআন মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠানটি আয়োজন করার কথা রয়েছে।
প্রতিযোগিতা অনুষ্ঠানে বরেণ্য উলামায়ে কেরাম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ বিচারক ও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রতিযোগিতা শুরু হবে সকাল ৯টায়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বাদ আসর।
ধারাবাহিক ১০ পারা, অনূর্ধ্ব ১৩ বয়সী শিক্ষার্থীগণ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবে। প্রতিযোগিতা বিজয়ী প্রথম ২০ জনের মধ্যে ২৫ হাজার টাকা বিতরন করা হবে। প্রথম পুরস্কার ৫ হাজার টাকা।
হিফজুল কুরআনের শিক্ষক-শিক্ষার্থীসহ সকল মুসলিম ভাই-বোনদের যথাসময় উপস্থিত থাকার আহবান জানিয়েছেন মাদরসার সেক্রেটারী এহতেশামূল হক। আগ্রহী প্রতিযোগীরা ০১৭১১৪৮৫০৬৫ মোবাইল নম্বরে যোগাযোগ করে নাম রেজিস্ট্রেশন করতে পারবেন।
এসএস
ধর্ষণের বিচার চেয়ে মোদিকে চমস্কিসহ ৬০০ শিক্ষাবিদের চিঠি