শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

রাজিবের দুই ভাইয়ের দায়িত্ব নিলেন অনন্ত জলিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তিতুমীর কলেজের ছাত্র সড়ক দুর্ঘটনায় নিহত রাজীব হোসেনের ছোট দুই ভাইয়ের দেখাশোনা ও পড়ালেখার দায়িত্ব নিয়েছেন অনন্ত জলিল।

পরশু রাজিব মারা গেলে মিডিয়ায় দুই ভাইয়ের প্রসঙ্গ আসার পর তিনি ফেসবুকে ঘোষণা দেন তাদের দায়িত্ব নেবেন। দুই দিনের মাথায় তাদের সুন্দর ব্যবস্থা করে কথা রাখলেন তিনি।

জানা যায়, ওই দুই ভাইয়ের জন্য সাভারের হেমায়েতপুরে একটি বাসা ঠিক করা হয়েছে। শিগগিরই স্থানীয় একটি মাদরাসায় ভর্তি করানো হবে।

এর আগে ঢাকার কারওয়ান বাজারে দুই বাসের রেষারেষির মধ্যে পড়ে হাত হারান তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেন। বেশ কয়েকদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর সোমবার মধ্যরাতে মারা যান।

উল্লেখ্য, অনেক আগেই রাজীবের বাবা-মা মারা যায়। তখন থেকে নিজের পড়াশোনার পাশাপাশি দুই ভাইকে দেখভাল করতেন তিনি। কিন্তু রাজীব চলে যাওয়ার পর তাদের দেখাশোনার আর কেউ থাকল না।

মিডিয়াকে অনন্ত জানান, ‘ওদের দুইজনকে সার্বক্ষণিক দেখভালের জন্য একজন আলেমকে দায়িত্ব দেয়া হয়েছে। সপ্তাহে শনিবার ওরা আমার সঙ্গে দেখা করবে। আমি যাতে ওদের খোঁজখবর রাখতে পারি সেকারণেই হেমায়েতপুরে রাখছি, আমার অফিসের কাছেই।’

ব্যবসায়ী অনন্ত জলিল সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সবসময় জরিয়ে থাকেন। তার ৩টি এতিমখানা রয়েছে। একসময় সিনেমা করতেন এখন এসব থেকে অনেক দূরে। তিনি এখন পুরো দস্তুন ধর্মে মনযোগী।

রাজীবের দুই ভাইয়ের পড়ালেখার খরচ দিতে চান অনন্ত জলিল

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ