আবদুল্লাহ তামিম: তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বিশ্ব শান্তি নিশ্চিত করার জন্য নতুন করে প্রচেষ্টা গ্রহণের আহ্বান জানিয়েছেন। আনাদোলু পোস্ট দেশটির প্রেসিডেন্টের এই আহ্বানকে ১৭ এপ্রিল প্রধান শিরোনাম করেছে।
‘এরদোয়ান আর্জেস নিউ গ্রাউন্ডওয়ার্ক ফর ওয়ার্ল্ড পিস’ শীর্ষক প্রতিবেদনটিতে এরদোয়ানের বক্তব্য উদ্ধৃত হয়েছে, ‘ইচ্ছামতো দেশগুলোর ওপরে চালানো বোমাবৃষ্টি এবং ব্যারেল বোমা নিক্ষেপ বন্ধ করে আসুন বিশ্ব শান্তি নিশ্চিতে একটি নতুন ভিত্তিপ্রস্তর স্থাপন করি।’
ইস্তাম্বুলে অনুষ্ঠিত এক উদ্যোক্তা সম্মেলনে ভাষণরত এরদোগান সিরিয়াতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের যৌথ ক্ষেপণাস্ত্র হামলারও সমালোচনা করেছেন। তার ভাষ্য, ‘তারা এসে বলল, ওখানে রাসায়নিক অস্ত্র আছে। আর তারপর হামলা চালালো।’
এরদোগান মনে করেন, রাসায়নিক অস্ত্রের তুলনায় ঢের বেশি মানুষ মারা গেছে প্রচলিত অস্ত্রের কারণে। তিনি প্রশ্ন রেখেছেন, ‘আমি জানতে চাই, আপনারা শুধু রাসায়নিক অস্ত্রের বিষয়ে কেন খোঁজ করেন? কেন আপনারা প্রচলিত অস্ত্রের ব্যবহার খতিয়ে দেখছেন না?
রাসায়নিক অস্ত্রে যদি একজনের মৃত্যু হয়ে থাকে হয়ে থাকে, তাহলে সেখানে ১০ জনের মৃত্যু হয়েছে প্রচলিত অস্ত্রের কারণে।’ এরদোগান ‘ঔপনিবেশিক শক্তিগুলোর’ সমালোচনা করে বলেছেন, তারা সিরিয়ার শরণার্থীদের আশ্রয় দিচ্ছে না। অথচ তুরস্ককে ৩৫ লাখ সিরীয় শরণার্থীকে আশ্রয় দিতে হয়েছে।
বিদ্রোহী অধ্যুষিত এলাকা দৌমাতে রাসায়নিক হামলা চালিয়ে সিরিয়া এবং তাতে অন্তত ৭৮ সাধারণ নাগরিক মারা গেছে, এমন অভিযোগ উঠেছে। মাঠ পর্যায়ে কাজ করা সিরিয়ান-আমেরিকান চিকিৎসকদের সংগঠন যেমন বারবার রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ এনেছে, তেমনি পশ্চিমা দেশগুলোও সেই অভিযোগের সত্যতা পাওয়ারকথা জানিয়েছে।
এর প্রতিক্রিয়ায় গত শনিবার সিরিয়ার রাসায়নিক অস্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রসহ মিত্র তিন দেশ।
আরো পড়ুন- ফেসবুকের লাইক বিক্রি ও বুস্ট করা অবৈধ : মিসরের প্রধান মুফতি