ওমর ফাইয়ায: এটা কি সত্যি যে মাইক্রোসফটের প্রধান প্রতিষ্ঠাতা বিল গেটস ইসলাম গ্রহণ করেছেন?
কিছুদিন ধরে এমন একটি গুজব স্যোশাল মিডিয়াসহ বিভিন্ন ওয়েবসাইটে ভেসে বেড়াচ্ছে। এই গুজব ছড়িয়েছে একটি ভিডিওর কারণে।
ভিডিওটিতে দেখা যায় একজন পশ্চিমা বৃদ্ধ কালিমা পড়ে ইসলাম গ্রহণ করছেন। ওই বৃদ্ধ ব্যক্তিটির চেহারার সাথে বিল গেটসের চেহারার কিছুটা সাদৃশ্য আছে।
তবে বিল গেটসের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে, তিনি বিল গেটস নন এবং বিল গেটস ইসলাম গ্রহণ করেন নি।
নিচের এ ভিডিওতেই মূলত বিভ্রান্তি, ইউটিউবে যা হাজার হাজার লোক দেখছেন...
২০০৫ সনেও বিল গেটস সম্পর্কে এরকম একটি গুজব ছড়িয়ে পড়েছিলো। পরে প্রমাণিত হয় সেটি নিছকই একটি গুজব ছাড়া আর কিছুই নয়।
তখন অনেকেই খবরটি বিশ্বাস করে ফেলেছিলেন কারণ বিল গেটসের মেয়ে জেনিফার ক্যাথরিন নায়েল নাসসার নামের একজন মিশরীয় মুসলিম ব্যক্তির সাথে ডেট করছিলেন এবং তিনি তাকে বিয়ে করবেন বলেও শোনা যাচ্ছিলো।
ইনডিয়া ডটকম থেকে ওমর ফাইয়ায এর অনুবাদ
আরআর