সুলাইমান সাদী : ইরান শিক্ষা মন্ত্রণালয় দেশটির স্কুলগুলোতে বিদেশি স্যোশাল মিডিয়া নেটওয়ার্ক বন্ধের ঘোষণা দিয়েছে। গতকাল রোববার আইএলএনএ নিউজ এজেন্সি এক খবরে প্রকাশ করেছে, তেহরান কর্তৃক এক প্রজ্ঞাপনে বহিরাগত অনলাইন সংস্থাগুলোর প্রভাব সীমিত করার নির্দেশ জারি করা হয়েছে।
স্কুলগুলো তাদের যোগযোগব্যবস্থায় কেবল দেশীয় স্যোশাল নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিবৃতি দেয়া হয়েছে সংস্কারপন্থী সম্মিলিত নিউজ এজেন্সিটির ওই খবরে।
ইরানের অন্যতম জনপ্রিয় স্যোশাল নেটওয়ার্ক টেলিগ্রাম। ২০১৭ সালে ইসলামিক রিপাবলিকে প্রতিমাসে অ্যাপটির ইউজার ছিল ৪০ মিলিয়ন।
ইন্সট্রাগ্রামও সেখানে অন্যান্য দেশের মতো বিপুল জনপ্রিয়। অধিকাংশ ক্ষেত্রেই মাধ্যম দুটি কাস্টমারদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার হয়ে আসছে।
ইরানে কম ব্যবহৃত মাধ্যম ফেসবুক-টুইটারেও অবরোধ আরোপ করা হয়েছে। অবশ্য ভারচুয়াল প্রাইভেট নেটওয়ার্ক হিসেবে এগুলো ব্যবহারযোগ্য।
সূত্র : আল আরাবিয়া
আরো পড়ুন : বেফাকের পরীক্ষাপদ্ধতি অনুসরণযোগ্য : ২ পাক শিক্ষাকর্মকর্তা