আওয়ার ইসলাম: রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে সিরিয়ায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেন। শনিবার ভোর রাতের এ হামলার পর বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘে প্রস্তাব তুলেছে রাশিয়া। কিন্তু সেই প্রস্তাব আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও তাদের সহযোগীরা।
সিরিয়ায় হামলার পর এ ঘটনার নিন্দা জানায় ইরান ও রাশিয়া। ইরান এবং রাশিয়া সরাসরি সিরিয়ার পক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু সিরিয়ার পার্শ্ববর্তী দেশ তুরস্ক যুক্তরাষ্ট্রের এ হামলাকে স্বাগত জানিয়েছে।
জাতিসংঘে তোলা রাশিয়ার প্রস্তাবের পক্ষে পক্ষে ভোট দেয় রাশিয়া, চীন ও বলিভিয়া। বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, নেদারল্যান্ড, সুইডেন, কুয়েত, পোল্যান্ড ও আইভরিকোস্ট। চারটি দেশ ভোট দেয়া থেকে বিরত ছিল। এগুলো হলো- ইথিওপিয়া, কাজাখস্তান, গায়ানা ও পেরু।
এদিকে সিরিয়া হামলার বিরোধিতা করেছে কিউবা ও ব্রাজিল। ব্রাজিলের প্রেসিডেন্ট এ বিষয়ে বিবৃতি দিয়েছেন। এছাড়া মিশর ও আলজেরিয়াও হামলার পক্ষে অবস্থান নেয় নি।
অন্যদিকে, হামলার পক্ষে অবস্থান নিয়েছে ইসরাইল, সৌদি আরব, তুরস্ক, কাতার, কানাডা, কলম্বিয়া, ইউরোপীয় কাউন্সিল, জার্মানি, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, নেদারল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভেনিয়া ও স্পেন।
কেএল