শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


রোহিঙ্গা ফেরাতে জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের সমঝোতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা ফেরাতে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে এক সমঝোতা স্মারক (এমওইউ) সই করা হয়েছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) সঙ্গে শুক্রবার (১৩ এপ্রিল) সুইজারল্যান্ডের জেনেভায় ইউএনএইচসিআরের সদর দফতরে এ স্মারক সই হয়।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এবং ইউএনএইচসিআরের মহাপরিচালক ফিলিপো গ্র্যান্ডি নিজ নিজ পক্ষে এই সমঝোতা স্মারকে সই করেন।

বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এসব তথ্য জানান।

এই সমঝোতা স্মারক স্বাক্ষর করতে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক ১১ এপ্রিল তিন দিনের সফরে জেনেভায় যান।

বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোসহ পুরো প্রক্রিয়ায় যাতে ইউএনএইচসিআর যুক্ত থাকে, সে জন্যই এই সমঝোতা স্মারক সই হয়েছে।

ইউএনএইচসিআরের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের আগে সংস্থাটির সঙ্গে রোহিঙ্গা বিষয়ক তথ্য আদান-প্রদানের জন্য আগেই একটি এমওইউ সই করেছে। এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবসনে খরচসহ সব বিষয়ে সরাসরি যুক্ত থাকবে জাতিসংঘ।

মিয়ানমারের মন্ত্রীকে দেখে রোহিঙ্গাদের ক্ষোভ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ