আওয়ার ইসলাম: রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয়দের জীবন মান উন্নয়নে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করবে তুরস্ক।
আজ রোববার সকালে কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে এমনই আশাবাদ ব্যক্ত করেছেন সফররত তুরস্কের পাঁচজন সংসদ সদস্য। এরা হলেন ঈসমাইল তমার, আয়েশা দোগান, হাসনে এরদোগান, মোস্তাক আজিগগোজ, হাও বৈরম তারকিসলু।
এ সময় এই পাঁচ সংসদ সদস্যের দলটি তুরস্ক ভিত্তিকি সাহায্য সংস্থা আফাদ পরিচালিত ফিল্ড হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসা কার্যক্রমের বিভিন্ন দিক ঘুরে দেখে এবং রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে। পরে প্রতিনিধিদলটি বালুখালি ৫ নম্বর ক্যাম্পে তুরস্ক রেড ক্রিসেন্টের উদ্যোগে ১৫০০ রোহিঙ্গা পরিবারের মাঝে খাবার বিতরণ করে। তারা ক্যাম্পের বিভিন্ন এলাকা ঘুরে দেখে।
এ সময় আফাদ প্রধান মাহমিট জানান, বর্ষা মৌসুমে পাহাড় ধস ও ভারিবর্ষণ থেকে রোহিঙ্গাদের রক্ষা করতে কাজ করবে তুরস্ক সরকার পরিচালিত সাহায্য সংস্থা আফাদ।
মাহমিট বলেন, ‘দুই মাস পরেই বৃষ্টির সময় শুরু হবে, বর্ষার মৌসুম শুরু হবে। এই দুই মাস পরেই আমরা প্রস্তুত স্বাস্থ্যসেবা খাতসহ অন্য খাতে সহায়তা করতে। এ জন্য বাংলাদেশের কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করব।’
কেএল