ফুল ও খোকা
ফুল বাগানের ফোটা ফুল
বলে অামায় ডেকে,
বল দেখি খোকা তুমি
ফুটি কোথা থেকে?
কেবা দেয় সুবাস অামায়
কেবা দেয় রূপ,
কার দয়াতে পেলাম অামি
ভালোবাসা খুব!
বলছি শোন,তিনি হলেন
তোমার অামার রব;
যতকিছু দেখছ তুমি
তারি সৃষ্টি সব।
বাংলার বুক
বাংলারর বুক চিড়ে জন্মেছি অামি
বাংলা অামার ভাষা,
বাংলার অালপথে হেঁটে চলি
জুড়াই মনের অাশা।
শত নদীর কল্লোল বয়েচলে
এদেশের বুকে,
বাংলা মায়ের মাটি ও ফসল
রাখে অামায় সুখে।
বর্ষায় ফুটে শুভ্র শাপলা
এদেশের প্রশান্ত বিলে
সোনা ফলায় এদেশের পলি মাটি
সমৃদ্ধি অানে তিলেতিলে।
অাজও উড়ে অাসে পরিযায়ী পাখি
বাংলা মায়ের নীড়ে
তবুও চিনতে পারি সাদা শালিক
সকলের ভীরে।
দোয়েল কোয়েল ময়না ঘুঘু
অাছে বক সারি সারি
এরা প্রত্যাগত নয় এখানেই থাকে
এদেশেই ওদের বাড়ি।
সবকিছুরর মিশেলে গড়ে ওঠেছে
বাংলা মায়ের রূপ
অামি বাংলাকে ভালোবাসি
বাংলাই অপরূপ।