শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান ঢাকাস্থ চাঁদপুর ফোরামের সেতুবন্ধন সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের শীর্ষ পাঁচ কর্মকর্তার পদত্যাগ; চলছে গুঞ্জণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
আওয়ার ইসলাম

ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও তিন উপ-ব্যবস্থাপনা পরিচালকসহ (ডিএমডি) পাঁচ শীর্ষ কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে।

তারা হলেন- এএমডি মো. শামসুজ্জামান, ডিএমডি হাবিবুর রহমান ভূঁইয়া এফসিএ, আব্দুস সাদেক ভূঁইয়া, মোহাম্মদ মোহন মিয়া ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) আমিরুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিচালনা পর্ষদ চাপ সৃষ্টি করে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তাদের পদত্যাগ করতে বাধ্য করেছেন। এসইভিপি ছাড়া বাকি সবার চুক্তির মেয়াদ ছিল এক বছর। এদের মধ্যে দুজন গত বৃহস্পতিবার (৩১ মার্চ) পদ্যত্যাগ করেন। আজ (বৃহস্পতিবার) বাকি তিন ডিএমডিকে পদত্যাগ করতে বলা হলে তারা পদত্যাগ করেন।

আরও পড়ুন : জাতীয় পতাকা ঠিকঠাক উত্তোলন না করায় ইসলামী ব্যাংককে জরিমানা

এদিকে তাদের পদত্যাগের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়া পাড়ায় নানান গুঞ্জণের কথা শোনা যাচ্ছে। অনেকের অভিযোগ, তারা পদত্যাগ করেননি, তাদের জোরপূর্ব পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে।

এ ব্যাপারে এ বিষয়ে ব্যাংকটির চেয়ারম্যান আরাস্তু খান বলেন, তাদের অপসারণ করা হয়নি। তারা সবাই স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। আমি তিনজন এএমডি, ডিএমডিসহ পাঁচজনের পদত্যাগপত্র পেয়েছি। তারা নিজেরাই পদত্যাগ করেছেন। কোনো চাপ দিয়ে কাউকে পদত্যাগ করানো হয়নি।

তিনি বলেন, নতুন ব্যবস্থাপনা পরিচালককের (এমডি) সঙ্গে তাদের কাজের সমস্যা হচ্ছে। তারা এমডির পছন্দের না। এছাড়া তাদের কাজের মেয়াদও শেষ হয়ে যাচ্ছে। এসব কারণে তারা নিজেরাই পদত্যাগ করেছেন।

এদিকে গত ৫ জানুয়ারি ইসলামী ব্যাংকের পরিচালনা ও ব্যবস্থাপনায় বড় ধরনের রদবদল ঘটে। ওই দিন রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দিনভর অনুষ্ঠিত পর্ষদ সভায় ব্যাংকটির পর্ষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে জামায়াত-সমর্থিতদের সরিয়ে দেয়া হয়।

বেনামে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে শেয়ার কিনে ব্যাংকটিতে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে চট্টগ্রামভিত্তিক দেশের শীর্ষ পর্যায়ের একটি শিল্প গ্রুপ। এরপর ধাপে ধাপে ব্যাংকটির ব্যবস্থাপনায় রদবদল ঘটানো হয়। নিজেদের পছন্দের লোকদের বসানো হয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে। পরিচালক পদেও কয়েক দফায় পরিবর্তন আনা হয়।

আরও পড়ুন : ৬ এপ্রিল ইসলামী আন্দোলনের একটি মাইলফলক


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ