আওয়ার ইসলাম: রোহিঙ্গাদের ওপর ‘গণহত্যা’ চলছে উল্লেখ করে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে জানিয়েছেন, তিনি শরণার্থী রোহিঙ্গাদের আশ্রয় দিতে চান। দুতার্তের মতে, ইউরোপেরও উচিত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য তাদের দরজা খুলে দেওয়া।
বৃহস্পতিবার (৫ এপ্রিল) রাজধানী ম্যানিলায় প্রেসিডেন্ট ভবনে কৃষক ও কৃষি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বক্তৃতা করছিলেন ফিলিপিনো প্রেসিডেন্ট।
পশ্চিমাবিরোধী বক্তব্যের কারণে দুতার্তের সমালোচনায় থাকেন ইউরোপ-আমেরিকার নেতারা। তাকে মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত করা হলেও সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে ফিলিপাইনের সদস্যপদ প্রত্যাহার করে নেন দুতার্তে।
স্বদেশে মাদক নির্মূলাভিযানের জন্য পশ্চিমাদের সমালোচনার শিকার দুতার্তে মিয়ানমারের কর্মকর্তাদের ওপর ক্ষোভ ঝেড়ে বলেন, ‘সেখানে গণহত্যা চলছে। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় এই সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে।’
রোহিঙ্গাদের প্রতি সহানুভূতি জানিয়ে তিনি বলেন, ‘সেখানকার লোকদের প্রতি আমি সমব্যথী। আমি শরণার্থীদের গ্রহণে (আশ্রয় দিতে) আগ্রহী। হ্যাঁ রোহিঙ্গাদের ভাগ করে নেওয়া উচিত ইউরোপকেও।’