আওয়ার ইসলাম: আসানসোলের ইমাম তার পুত্র হত্যার বদলার পরিবর্তে যে সহনশীলতার ডাক দিয়েছেন আমাদের উচিত ধর্ম বা ধর্ম বিশ্বাসীদের এই দিকগুলো প্রচার করা। প্রচারই যদি করবেন এইগুলো করেন, যেটা বৃহৎ মানব সম্প্রদায়ের সামনে আলোর দিশা হয়ে আসবে।
উনার বিবৃতি পড়ে আমার এই রকম আরো দুইটা ঘটনার কথা মনে পড়ছে। একটার নায়ক বাংলাদেশি বংশোদ্ভূত রইস ভুঁইয়া, যিনি তাঁর হত্যাচেষ্টাকারীর জীবন রক্ষা করার জন্য মার্কিন আদালতের দ্বারে দ্বারে ঘুরেছেন। আরেকজন ইরানি মায়ের কথা মনে পড়ছে, যিনি পুত্র হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছেন শোকের সাগরে ডুবেও।
এইরকম উদাহরণ নিশ্চয়ই অন্যান্য ধর্মাবলম্বী বা না-ধর্মাবলম্বী মানুষের মধ্যে আরো অনেক আছে। ফেসবুকের এই আজব কারখানায় যদি প্রচারই করবেন- এইগুলো করেন। যদিও মানি ঘৃণা ছড়াইতে আরাম লাগে, নিজের নানান হতাশা ক্ষণিকের জন্য ভুলে থাকা যায়, কিন্তু খোদার কসম ঘৃণা প্রচার না করে গিলা খেয়ে ফেলেন। দেখবেন অনেক আরাম, আনন্দ ধারা বইছে ভুবনে।
(মোস্তফা সরয়ার ফারুকী, ফেসবুক থেকে সংগৃহীত)
‘ইমাম রাশিদির পা ধুয়ে পানি খাওয়া উচিত ভারতীয় দাঙ্গাবাজদের’