শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


মাওলানা মামুনুল হক গ্রেফতারের গুজব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মুহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়ার সিনিয়র মুহাদ্দিস শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. এর ছেলে বিশিষ্ট লেখক ও রাজনীতিক মাওলানা মামুনুল হকের গ্রেফতারের খবর ছড়িয়েছে ফেসবুকে।

আজ বিকালে অনেকেই ফেসবুকে এ নিয়ে স্ট্যাটাস দিলে মাওলানা মামুনুল হকের ব্যক্তিগত সহকারী মাওলানা শরীফ আওয়ার ইসলামে জানান এ খবরের কোনো ভিত্তি নেই। তিনি নিজের প্রোগ্রাম নিয়েই ব্যস্ত আছেন।

যোগাযোগ করলে মাওলানা মামুনুল হক আওয়ার ইসলামকে বলেন, ফেসবুকে অনেককেই দেখলাম এ নিয়ে স্ট্যাটাস দিতে। তবে এ খরব সত্য নয়।

মাওলানা মামুনুল হক আজ প্রতিদিনের মতো নড়াইল জেলার কালিয়া উপজেলায় দলীয় ও এলাকার মাহফিলে অংশ নেয়ার জন্য গিয়েছেন।

তিনি বলেন, কোনো খবরের সত্যতা যাচাই করার আগে শুধুমাত্র কারো কাছে শুনেই পোস্ট করা অনুচিত। এভাবে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

উল্লেখ্য, এর আগেও ২০১৬ সালের নভেম্বর মাসে তার গ্রেফতারের গুজব ছড়ানো হয় ফেসবুকে। যেটি নিয়ে স্যোশাল মিডিয়ায় অনেক হৈচৈ পড়েছিল।

আরও পড়ুন: আমরা তাবলিগ জামাতের কল্যাণ চাই : মাওলানা মামুনুল হক


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ