আওয়ার ইসলাম : রাষ্ট্রপতি মুহা্ম্মদ আবদুল হামিদ আজ দুপুরে পদ্মা সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করতে যাচ্ছেন।রাষ্ট্রপতি প্রথমে মাওয়া প্রন্ত ও পরে জাজিরা প্রান্ত পরিদর্শন করবেন।
জানা গেছে, আজ দুপুর ১২ টায় রাষ্ট্রপতির হেলিকপ্টার নামবে শ্রীনগর উপজেলার দোগাছি সার্ভিস এরিয়া-১ এ। রাষ্ট্রপতিকে সেখানে গার্ড অব অনার দেয়া হবে।
রাষ্ট্রপতি মুহাম্মদ আবদুল হামিদ সেখানে দুপুরের খাবার খাবেন ১ টায়। এরপর তিনি মাওয়া হয়ে সেতুর নির্মাণ কাজ দেখবেন। তারপর যাবেন জাজিরা প্রান্তের নির্মাণ কাজ দেখতে।
সেতু পরিদর্শন শেষে জাজিরা প্রান্তের একটি আবাসিক হোটেলে রাত্রিযাপন করবেন বলে জানা গেছে।সব ঠিকঠাক হলে তিনি আগামিকাল মঙ্গলবার ঢাকায় ফিরবেন।
এদিকে, ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ ও ৭২ ফুট প্রস্থ দ্বিতল বিশিষ্ট সেতুটির এখন ৪র্থ স্প্যান স্থাপনের প্রস্তুতি চলছে বলে প্রকৌশলীরা জানিয়েছেন।দ্বিতল বিশিষ্ট সেতুর ওপরে সড়ক ও নিচে রেললাইনের কাজ দ্রুত সম্পন্ন করার তাগিদে কাজ করে যাচ্ছেন প্রকৌশলীরা।
প্রকৌশলীরা জানিয়েছেন, এতোমধ্যেই প্রকল্পটির ৫৮ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এপ্রিলের শেষ সপ্তাহেই সেতুর ৪র্থ স্প্যান ৪০ ও ৪১ নম্বর পিলারের ওপর স্থাপন হবে। তাই চতুর্থ স্প্যান স্থাপনের জন্য ৪১ নম্বর পাইল পুরোপুরি প্রস্তুত করা হচ্ছে।
এসএ
আরো পড়ুন : এইচএসসি পরীক্ষা শুরু আজ; প্রশ্নফাঁস রোধে ৯ দফা সুপারিশ টিআইবির