আওয়ার ইসলাম : আগামীকাল (মঙ্গলবার ) আলহাজ মোহাম্মাদ সিদ্দিক মিয়া রহ. প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহি দীনি বিদ্যাপীঠ জামিয়া সিদ্দিকিয়া বেতিয়ারকান্দি কুলিয়ারচর- এর উদ্যোগে খতমে বুখারি ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হবে।
কাল সকাল ১০টায় মাদরাসার দাওরা হাদিস শিক্ষার্থীদের পাগড়ী ও হাদিসের শেষ দরস দেওয়া হবে।
এছাড়াও সম্মেলনে চলতি ২০১৭-১৮ ইং শিক্ষাবর্ষের নুরানী ৩য় শ্রেণীর খতমে কুরআন, বিগত ২০১৬-১৭ শিক্ষাবর্ষের পুরষ্কার বিতরণ, তৃতীয় শ্রেণীর ছাত্রীদের বিদায়োত্তর উপবৃত্তি প্রদান এবং অভিভাবকদের সাথে মতবিনিময় করা হবে বলে জানা গেছে।
এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, আল্লামা আশরাফ আলী, সিনিয়র সহসভাপতি- বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, জামিয়া রাহমানিয়া আরাবিয়ার প্রিন্সিপাল-আল্লামা মাহফুজুল হক সাহেব।
আলম গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজর চেয়ারম্যান জনাব শরীফুল আলম (সি.আই.পি)
সম্মেলনে সভাপতিত্ব করবেন।
অভিভাবক ও সুধীবৃন্দকে উপস্থিত হয়ে সম্মেলন সফল করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন অত্র জামিয়ার প্রিন্সিপাল মাওলানা নাঈম হোসাইন সিদ্দিকী।