বজলুর রহমান
অামি এখন ভেসে বেড়াচ্ছি নাফ নদীতে
ভেবেছিলাম,নদীর স্বচ্ছ জল অামাকে ধুয়ে দিবে!
নাফ নদীতে অামি নেমে দেখি
রক্ত, ঘাম অার চোখ ভেজা নোনতা পানিতে
একাকার। তারপর, অামি
ফিরে অাসি বঙ্গোপসাগরের দিকে
কোনো এক স্বজাতির সন্ধানে
যদি দেখা হয়ে যায়।
হায়! তারাও অামাকে চিনল না
তাড়িয়ে দিল, না চেনার ভান করে।
অাশাহত হৃদয়ে অামি ফিরে অাসি
নাফ নদীতে।
তোমরা অামাকে দেখতে এসো ;
রক্ত নদী নাফে।
জলদি এসো। ভাবছি,
বেড়াতে যাব হাঙরের দেশে।
লেখক: কবি, গবেষক
আরো পড়ুন