শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


তাবলিগের সঙ্কট নিরসনে ঢাকায় উলামা সম্মেলন কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: তাবলিগ জামাতের চলমান সঙ্কট নিরসন, মতানৈক্য কমানোসহ বেশ কিছু বিষয়ে আগামীকাল শনিবার সম্মেলন হতে যাচ্ছে ঢাকায়।

সদরঘাটের বাহাদুর শাহ (ভিক্টোরিয়া পার্ক) পার্কে সকাল ৮ টায় শুরু হবে এ সম্মেলন। এতে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

জামিয়া রাহমানিয়া মুহাম্মদপুর ঢাকার প্রিন্সিপাল ও কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের যুগ্ম মহাসচিব মাওলানা মাহফুজুল হক আওয়ার ইসলামে বলেন, চলমান যেসব বিষয়ে সমস্যা চলছে সেসব বিষয় নিয়ে আলোচনা করতেই এ সম্মেলন আহ্বান করা হয়েছে।

দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম এতে অংশ নিবেন বলে জানান তিনি। তবে সম্মেলনে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী আসার কথা শোনা গেলেও বিষয়টি তিনি জানেন না বলে জানিয়েছেন।

জানা যায়, তাবলিগ জামাতের দিল্লি মারকাজের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভীর বেশ কিছু বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই সঙ্কট চলছে। পক্ষে বিপক্ষে দুটি গ্রুপ দাঁড়িয়ে যাওয়ায় সঙ্কট ক্রমেই বড় হচ্ছে। মাওলানা সাদ নিজের বিতর্কিত বিষয় থেকে রুজু না করলেও তার পক্ষে অনেক অনুসারী রয়েছে যারা তার প্রতি অনড় অবস্থান ব্যক্ত করছেন। ফলে সমস্যার সমাধান হচ্ছে না কোনোভাবেই।

সম্মেলনের একটি সূত্র জানিয়েছে, চলমান এ সমস্যাকে কেন্দ্র করে এক পক্ষ কঠোর অবস্থান ব্যক্ত করছেন। এরা সমালোচনার সময় আলেম উলামাদের কটাক্ষ করছেন, যা আদৌ উচিত নয়।

তিনি বলেন, উলামায়ে কেরাম তাবলিগের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা রেখেই সাধারণ মানুষকে ভুল মতবাদ থেকে বাঁচানোর জন্য এ উদ্যোগ নিয়েছেন। কিন্তু একটি পক্ষ এটি না বুঝেই বিরুদ্ধাচারণ করছে। যা মুসলিমদের মধ্যে ক্ষতির কারণ হয়ে দেখা দিয়েছে।

এ সঙ্কট নিরসনের জন্যই উলামায়ে কেরাম আলোচনা করবেন এ সম্মেলনে।

কুমিল্লায় তাবলিগ ইস্যুতে আলেমদের গালি; মুফতি ইয়াহ ইয়াকে অবাঞ্ছিত ঘোষণা


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ