শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


কুরআন প্রতিযোগিতায় এবার তুরস্ক যাচ্ছেন হাফেজ ফারহান হাবিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
আওয়ার ইসলাম

তুরস্কের ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠ আন্তর্জাতিক হিফজুল কুরআন বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন হাফেজ ফারহান হাবিব আওলাদ।

হাফেজ ফারহান হাবিব আওলাদ রাজধানীর যাত্রাবাড়ীর হাফেজ কারী নেছার আহমদ আন নাছিরী প্রতিষ্ঠিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র।

গত বছর তুরস্কে আয়োজিত আন্তর্জাতিক হিফজুল কুরআন বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন মিরপুরের মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর ছাত্র মাহমুদুল হাসান পাটোয়ারী।

এবারে যাত্রাবাড়ী সাইনবোর্ডের মারকাজুত তাহফিজ মাদরাসার ছাত্র ফারহান বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন।

জানা গেছে, দশ দিনব্যাপী এই প্রতিযোগিতায় প্রায় বিশ্বের ৬০টি দেশে প্রতিনিধিরা অংশ নেবেন।  প্রতিযোগিতার সমাপনী দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান।

তুরস্কের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে বিশ্ব দরবারে বাংলাদেশের নাম যেন উজ্জ্বল করতে পারে এজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন  হাফেজ ফারহান হাবিব।

উল্লেখ্য,  ২০১৮ তে বিভিন্ন দেশে কুরআন প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে মারকাজুত তাহফিজের ছাত্ররা। কুয়েতে যাচ্ছে হাফেজ তরিকুল ইসলাম, ইরানে যাচ্ছে হাফেজ এহসান উল্লাহ এবং জর্দানে হাফেজ গাজী আব্দুল্লাহ।

এ প্রতিষ্ঠানের হাফেজ শিক্ষার্থীরা ইতোমধ্যে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সফলতা অর্জন করেছে।

স্পেনের মুসলমানদের জন্য ৩ হাজার কুরআন অনুদান করল তুরস্ক

রোরা


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ