আওয়ার ইসলাম : তথ্য চুরি ঠেকাতে প্রাইভেসি পলিসি ঢেলে সাজাতে চাইছে ফেসবুক। বুধবার এক ব্লগ পোস্ট করে ফেসবুক জানায়, ব্যবহারকারীরা তাঁর অ্যাকাউন্টের প্রাইভেসি সেটিংস নিজেদের পছন্দ মতো সাজাতে পারবেন। মোবাইল ইউজারদের জন্যও নতুন করে ডিজাইন করা হচ্ছে বলে ফেসবুক সূত্রে জানা গিয়েছে।
ফেসবুকের মুখ্য প্রাইভেসি অফিসার এরিন এগান এবং ডেপুটি জেনারেল কাউন্সেল অ্যাশলে বেরিনগার ব্লগে জানিয়েছেন, ফেসবুকের নিরাপত্তা বাড়াতে নতুন টুলস নিয়ে আসা হচ্ছে। এ বার প্রাইভেসি সেটিংসকে নিজেদের আয়ত্তে রাখতে পারবেন ব্যবহারকারীরা।
ফেসবুকের ব্লগে লেখা হয়েছে, নিরাপত্তা সুরক্ষিত করতে নিরন্তর কাজ করে চলেছে ফেসবুক। প্রাইভেসি অ্যাকাউন্টের নানা সমস্যার কথা জানিয়েছেন ব্যবহারকারীরা। ফেসবুককে 'অপব্যবহার' করে তথ্য চুরি গিয়েছে। এই নিয়ে বিবৃতি দিয়ে জানিয়েছেন মার্ক জুকারবার্গ। ভবিষ্যতে তথ্য নিরাপত্তাকে মজবুত করতে নতুন টুলস নিয়ে আসছে ফেসবুক। ২৪ ঘন্টা।
ফেসবুক ব্যবহারে যে ৮ বিষয়ে থাকতে হবে সতর্ক