আওয়ার ইসলাম: সম্প্রতি ফেসবুকের বিরুদ্ধে তথ্য কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। আর এই পরিপ্রেক্ষিতে ফেসবুকসহ গুগল ও টুইটারের প্রধানদের সমন জারি করেছে মার্কিন সিনেটের একটি শক্তিশালী কমিটি। আগামী মাসে ওই কমিটির সামনে হাজির হয়ে ফেসবুকের মার্ক জাকারবার্গ, গুগলের সুন্দর পিচাই ও টুইটারের জ্যাক ডরসিকে সাক্ষ্য দিতে বলা হয়েছে।
জানা গেছে, ওই তথ্য সুরক্ষার নীতি ও এর বিভিন্ন দিক সম্পর্কে জানতে চাওয়া হবে তাদের কাছ থেকে। জাকারবার্গ ওই কমিটির সামনে হাজিরা দেবেন বলে ফেসবুকের কয়েকটি সূত্র জানিয়েছে।
এদিকে, মার্কিন কেন্দ্রীয় বাণিজ্য কমিশন (এফটিসি) জানিয়েছে, তথ্য-সুরক্ষার বিষয়টি নিয়ে তারা তদন্ত শুরু করেছে। যদিও এটি প্রকাশ্য তদন্ত নয়। ফেসবুক ২০১১ সালে অনুমতির নিয়ম ভেঙেছিল কি-না তা পরীক্ষা করা হবে।
প্রসঙ্গত, তথ্য-কেলেঙ্কারির পরিপ্রেক্ষিতে এ পর্যন্ত ফেসবুকের আর্থিক ক্ষতি হয়েছে ৯ হাজার কোটি ডলার। ক্যামব্রিজ অ্যানালিটিকার ঘটনা নিজেরা তদন্ত করবেন বলে আশ্বাস দেন মার্ক জাকারবার্গ। শুধু তাই নয়, ক্ষমাও চেয়েছেন তিনি।
সূত্র: সিএনএন