আওয়ার ইসলাম: আলেম মুক্তিযুদ্ধ প্রজন্ম ফোরাম আয়োজিত মাদরাসা ছাত্রদের জন্য মুক্তিযুদ্ধের গল্প শোন অনুষ্ঠান হয়ে গেল ২৬ মার্চ।
জামিয়া ইকরার প্রিন্সিপাল মাওলানা আরীফ উদ্দীন মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নিয়েছিল প্রায় ৩০০ মাদরাসা শিক্ষার্থী।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনান মুক্তিযুদ্ধের সংগঠক ও বিশিষ্ট আলেম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলেম মুক্তিযুদ্ধ প্রজন্ম ফোরাম এর কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট মাওলানা সদরুদ্দিন মাকনুন, উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাওলানা হুসাইনুল বান্নাহ।
অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন আলেম মুক্তিযুদ্ধ প্রজন্ম ফোরাম এর কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট আইনজীবী রাশিদুল আলম মোল্যা, কেন্দ্রীয় নেতা মাওলানা শেখ নাঈমুল ইসলাম, মাওলানা তানজিল আমির, মাওলানা মাসুদুল কাদির, মাওলানা আবু বকর যাবের, খালিদ হোসাইন, মাহমুদুল হাসান জুয়েল, মুসাফির আব্দুস সালামসহ আরো অনেকে।
রাজধানী ও রাজধানীর বাইরের বিভিন্ন মাদরাসা থেকে আগত ছাত্রদের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে মুক্তিযুদ্ধের সংগঠক আল্লামা ফরিদ উদ্দিন মাসুদের মুখে শুনা মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন গল্পে।
সকাল ১১টায় শুরু হওয়া অংশগ্রহণমূলক অনুষ্ঠানটি শেষ হয় বেলা ১টায়।
আলেম মুক্তিযুদ্ধ প্রজন্ম ফোরাম সারা দেশে মাদরাসা ছাত্রদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেয়া ও মুক্তিযুদ্ধকে আরো পরিষ্কারভাবে জানা এবং মাদরাসা ছাত্রদের মধ্যে এ ব্যাপারে আরো বেশি সচেতনতা তৈরির লক্ষে দেশের প্রত্যেকটি মাদরাসায় ছাত্রদের নিয়ে এমন আয়োজন করতে চায়।
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এখনো লেখাই হয়নি: মেজর কামরুল হাসান ভূঁইয়া