আওয়ার ইসলাম : জইশ আল ইসলামের সামরিক মুখপাত্র হামজা বিরকদর বলেছেন, সিরিয়ার পূর্ব গৌতার কিছু অংশের নিয়ন্ত্রণে থাকা বিদ্রোহী গোষ্ঠী জইশ আল ইসলাম তাদের নিয়ন্ত্রণাধীন এলাকা ছেড়ে দেশের অন্য অংশে সরকারবিরোধীদের নিয়ন্ত্রিত এলাকায় যাব না। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
রোববার ইস্তাম্বুলভিত্তিক সিরীয় রেডিও স্টেশন রেডিও আল কুলকে পূর্ব গৌতা থেকে স্কাইপির মাধ্যমে তিনি এ কথা জানিয়েছেন।
মুখপাত্র বিরকদর রেডিও আল কুলকে বলেন, “আজ আলোচনা হচ্ছে গৌতায় থাকা নিয়ে এবং এটি না ছাড়ার বিষয়ে।”
এখন পূর্ব গৌতায় শুধু জইশ আল ইসলামের যোদ্ধারাই তাদের নিয়ন্ত্রিত এলাকায় রয়ে গেছেন।