রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
আবারও সোনার দামে রেকর্ড ডেমরা যাত্রাবাড়ীর ৬০০ শিক্ষার্থীকে ট্রাফিক সম্মাননা প্রদান কিশোরগঞ্জ নিকলীর হিলচিয়া মাদরাসা থেকে ছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটি ঘোষণা উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই: ধর্ম উপদেষ্টা পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে আলেম অন্তর্ভুক্তির দাবি হেফাজতে ইসলামের সিংগাইরে হেফাজতে ইসলামের গণসমাবেশ ২৯ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা হলে ‘হাত ভেঙে’ দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘জুলাই বিপ্লবে আলেম-শিক্ষার্থীদের অবদান ও প্রত্যাশা’ নিয়ে আলোচনা সভা সোমবার সিলেটে অনুষ্ঠিত বিহানের ‘লেখালেখি ও এডিটিং কর্মশালা’

ধুলোমুক্ত নগর গড়ার শপথ নিলেন শত শত পথচারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ ২৬ মার্চ সোমবার ধুলামুক্ত ঢাকা চাই ক্যাম্পইন কর্মসূচি পালন করেছে অনলাইন নিউজ পোর্টাল ‘আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম’।

জাতীয় প্রেসক্লাবের সমানে সকাল ১১ টায় অনুষ্ঠিত হয় এ কর্মসূচি। এতে মাদরাসা, স্কুল শিক্ষার্থীসহ শতাধিক সাধারণ মানুষ অংশ নেন। দুপুর ১১ টা থেকে ১২ টা পর্যন্ত চলে কর্মসূচি।

কর্মসূচিতার আওতায় রাস্তা ঝাড়ু, মাস্ক বিতরণ, ধুলো ও আবর্জনামুক্ত নগরের প্ল্যাকার্ড প্রদর্শনসহ পথচারী মানুষকে নিজের এলাকা ধুলামুক্ত করার ব্যাপারে সচেতন করা হয়।

Image may contain: 17 people, people standing

এ সময় কর্মসূচিকে স্বাগত জানিয়ে শত শত পথচারী নিজের এলাকা ও আশপাশকে ধুলোমুক্ত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের নির্বাহী সম্পাদক রোকন রাইয়ানের সঞ্চালনায় কর্মসূচির শুরুতে স্বাগত বক্তব্যে আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব বলেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশকে পরিচ্ছন্ন রাখার শপথে পলিত হয়েছে এ কর্মসূচি।

Image may contain: 3 people, outdoor

আমরা চাওয়া ক্ষতিকর ধুলামুক্ত পরিচ্ছন্ন নগরে যেন পরিণত হয় ঢাকাসহ সারা দেশ। মানুষ যেন সবুজে ছাওয়া এ দেশে শান্তিতে বসবাস করতে পারে।

Image may contain: 10 people, people standing and outdoor

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জামিয়া রাহমানিয়ার মুহাদ্দিস লেখক ও খতিব মাওলানা সাঈদ আহমদ, নূর বিডি ডটকমের সম্পাদক সৈয়দ শামসুল হুদা, ইসলামী লেখক ফোরামের সাধারণ সম্পাদক মাওলানা মুনীরুল ইসলাম, জামিয়া মাহমুদিয়া মেরাদিয়া ঢাকা’র শিক্ষাসচিব নূরুল আলম ইসহাকী, ধানমন্ডি তাকওয়া মসজিদের ইমাম মাওলানা আবদুল হাফিজ মারুফ, রকমারি ডটকমের পাবলিক রিলেশন কর্মকর্তা মিশু হালদার, ইসলামী লেখক ফোরামের প্রচার সম্পাদক ওমর ফারুক মজুমদার প্রমুখ।

Image may contain: 7 people, people standing and outdoor

অনুষ্ঠানটির সহায়তায় ছিল বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন বুকশপ রকমারি ডটকম, মারকাজুল ফুরকান আইডিয়াল মাদরাসা এবং সার্ফ।

Image may contain: 4 people, people smiling

অনুষ্ঠানের সব ছবি দেখতে ক্লিক করুন


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ