মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৯ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


ঢাকায় বিস্ফোরণ; দগ্ধ দুই শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর পুরান ঢাকার রথখোলা মোড় এলাকায় গ্যাসপাইপ বিস্ফোরণে রাব্বি (৬) ও তার খালাতো ভাই সাব্বির (১০) নামে দুই শিশু দগ্ধ হয়েছে। সোমবার (২৬ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

তাদেরকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধ রাব্বি ও সাব্বিরের প্রতিবেশী ইশতিয়াক মাহমুদ রিফাত জানান, নবাবপুর রথখোলা মোড়ে পয়োনিষ্কাশন লাইন মেরামতে কাজ চলছিলো।

সকাল থেকে বাসার সামনে রাব্বি ও সাব্বির খেলা করছিলো। দৌঁড়াদৌঁড়ি করার সময় দুজনেই বৈদ্যুতিক খুঁটির পাশের ছোট গর্তে পড়ে যায়। এ সময় তাদের পায়ে লেগে গ্যাস পাইপের বিস্ফোরণ ঘটে। এতে তারা দগ্ধ হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া চিকিৎসকদের বরাত দিয়ে জানান, দুজনেরই ডান হাত ও ডান পা দগ্ধ হয়েছে। তারা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

এইচজে


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ