আওয়ার ইসলাম : গাজায় গতরাতে ইসরাইলি বিমান হামলা চালানোর পর এক সামরিক মহড়াতে অংশগ্রহণ করেছে হামাস। রবিবার ফিলিস্তিনি দলটির সামরিক বাহিনী এজিদিন আল-কাসেম বিগ্রেডের কয়েকশ সদস্য এতে অংশগ্রহণ করে।
এর আগে গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ এলাকায় হামাসের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইসরাইলি বাহিনী।
জানা যায়, মূলত শনিবার সন্ধ্যায় কিসুফিমের কিবুজ এলাকার কাছাকাছি সীমান্ত প্রাচীর ভেদ করে চার ফিলিস্তিনি দাহ্য পদার্থ ভর্তি বোতল নিয়ে ইসরাইলে ঢুকে পড়ার চেষ্টা করে। এর জবাবে এ বিমান চালানো হয়।
বিমান হামলায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও পরদিন হামাসের সামরিক শাখার সদস্যরা গাজা অংশজুড়ে এক প্রশিক্ষণ মহড়াতে অংশ নেয়। এক বিবৃতিতে হামাস জানায়, ভবিষ্যত প্রস্তুতির জন্য নিয়মিত এ মহড়ার আয়োজন করা হয়েছে। সূত্র: আনাদলু।