মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৯ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


এবার ইরাকে হামলা শুরু করল তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  সিরিয়ার উত্তরাঞ্চল আফরিনে অভিযানের পর এবার ইরাকের সিনজার অঞ্চলে অভিযান শুরু করেছে তুর্কি সামরিক বাহিনী। রোববার ত্রাবজোনের ব্ল্যাক সি প্রদেশে জনগণের উদ্দেশ্যে দেয়া ভাষণে এ তথ্য জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। খবর  আল-আরাবিয়ার।

তবে সিনজায় কি ধরনের অভিযান শুরু হয়েছে তার বিস্তারিত কোনো উল্লেখ না করে এরদোগান বলেন, ‘আমরা বলেছিলাম, আমরা সিনজারের দিকে অগ্রসর হবো। এখন সেখানে অপারেশন শুরু হয়েছে। সেখানে অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয়ভাবেই লড়াই চলছে।’

তবে এরদোগানের এ বক্তব্যের পর তা অস্বীকার করেছে ইরাক কর্তৃপক্ষ। কোন বিদেশি বাহিনী সীমান্ত অতিক্রম করে ইরাকে করেনি বলে জানিয়েছেন ইরাকের যৌথ অপারেশন কমান্ড।

যৌথ অপারেশন কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘অপারেশন কমান্ড নিশ্চিত করছে যে, নিনেবা, সিনজারসহ সীমান্ত এলাকার পরিস্থিতি ইরাকি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে আছে এবং ইরাকি সীমান্ত অতিক্রমকে সৈন্যদের এখানে আসার কোনো কারণও নেই।’


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ