হাওলাদার জহিরুল ইসলাম: এ বছর রমজানুল মোবারক ১৭ মে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আরব আমিরাতের আকাশ গবেষণাকারী দল।
তারা জানিয়েছেন এবার আরব আমিরাতের রোজা ১৩ থেকে ১৫ ঘণ্টা পর্যান্ত দীর্ঘায়িত হতে পারে।
খালিজ টাইমস জানিয়েছে, সারেজা সেন্টার ফর এস্ট্রোনিওমি এন্ড স্পিস সাইন্স এর ডাইরেক্টর জেনারেল ইবরাহিম আল জাওরান বলেছেন, রমজানের নতুন চাঁদ ১৩ মে মঙ্গলবার আরব আমিরাতের স্থানীয় সময় ৩ টা ৪৮ মিনিটে জন্ম লাভ করবে। আর সূর্যাস্তের নির্ধারিত সময়ের ২ মিনেট আগেই চাঁদ অদৃশ্য হয়ে যাবে।
আসছে মাহে রমজানুল মোবারক বিশেষ সংখ্যা
সূত্র মতে, সূর্যাস্তের পূর্বে এ চাঁদের স্থায়িত্ব হবে ১ ঘণ্টা ১৬ মিনিট এবং ১৬ মে’র পূর্বে তা দেখা যাবে না।
যেহেতু ১৬ মে’র সূর্যাস্তের আগে চাঁদ দেখা যাবে না তাই বিজ্ঞানের হিসেব মতে প্রথম রোজা হবে ১৭ মে বৃহস্পতিবার।
বিশেষজ্ঞ দল আরো জানিয়েছেন, এবারের ঈদুল ফিতর ১৫ জুন শুক্রবার অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্র: ডেইলি কুদরত
আরআর