আওয়ার ইসলাম: তুরস্কের সেনাবাহিনী সিরিয়ার আফরিন শহরে পূর্ণ 'নিয়ন্ত্রণ' প্রতিষ্ঠা করছে বলে দাবি করেছে। সিরিয়ার উত্তরাঞ্চলীয় সীমান্ত নিয়ন্ত্রণকারী মার্কিন মদদপুষ্ট গেরিলাদের বিরুদ্ধে দুই মাসের বেশি লড়াইয়ের পর এটি দখলের দাবি করা হলো।
তুর্কি সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের বরাত দিয়ে তুরস্কের এনটিভি জানিয়েছে, সব গ্রাম থেকে গেরিলাদের হটিয়ে দেয়ার পর এখন পুরোপুরি ভাবে আফরিন নিয়ন্ত্রণ করছে তুর্কি সশস্ত্র বাহিনী ।
প্রায় দুই মাসের বেশি সময় ধরে সিরিয়ার আফরিন অঞ্চলে সামরিক অভিযান চালিয়েছে তুরস্কের সেনাবাহিনী। কুর্দি গেরিলা সংগঠন ওয়াইপিজি-কে নির্মূল করতে এ অভিযান চালানো হচ্ছে বলে দাবি করছে তুর্কি সরকার।
এইচজে