শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

দেওবন্দে হাদিসে মুসালসালের দরস নিলেন ৩ হাজার শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ আদনান ও নূরুদ্দিন মুহাম্মদ
দেওবন্দ থেকে

বিশ্বখ্যাত বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দে অনুষ্ঠিত হল হাদিসে মুসালসালের দরস৷ দরস দান করেছেন দারুল উলুম দেওবন্দের বর্তমান শায়খে সানি আল্লামা কমরুদ্দীন আহমাদ।

এ দরস অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার ২২ মার্চ। এতে দেওবন্দের দাওরা হাদিসের ছাত্রসহ আশ-পাশের বড় বড় প্রতিষ্ঠানের প্রায় তিন হাজারের মতো ছাত্র অংশগ্রহণ করে৷ প্রতিবারের মতো এবারও সুশৃঙ্খলভাবেই শেষ হয়েছে হাদিসে মুসালসালের দরস৷

গতকাল আসরের পর থেকে দরস শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে৷ হাদিসে মুসালসাল খতম করেই শেষ হয় দরস৷ দরস অনুষ্ঠিত হয় দেওবন্দের দাওরায়ে হাদিসের কামরায়৷ হাদিসের দরসে সর্বসাধারণের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো৷

বহির্বিশ্বে হাদিসে মুসালসালের প্রচলন বহু পুরাতন৷ তবে হিন্দুস্থানে এর প্রচলন শুরু হয় শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দেসে দেহলবির সময় থেকে৷ তিনি ভারতের রাজধানী দিল্লিতে তার হাতে গড়া প্রতিষ্ঠান মাদরাসায়ে রহিমিয়ায় শুরু করেন হাদিসে মুসালসালের দরস৷ এরপর থেকেই ভারতে ছড়িয়ে পরে এর প্রচলন৷

শায়েখ যাকারিয়া রহ. ছিলেন সাহরানপুর মাদরাসার শাইখুল হাদিস৷ তিনিও সাহরানপুর মাদরাসায় দরস দিতেন হাদিসে মুসালসালের৷ তার শাগরেদ ছিলেন সাহরানপুরের সাবেক শাইখুল হাদিস আল্লামা ইউনুস রহ. এবং দেওবন্দের সাবেক শায়খে সানি আল্লামা আবদুল হক আজমি রহ. ও বর্তমান শায়খে সানি আল্লামা কমরুদ্দীন আহমাদ৷

এরপর শায়েখ যাকারিয়া রহ.-এর ইন্তেকালের পর সাহরানপুরে শাইখুল হাদিস হন আল্লামা ইউনুস রহ. ৷ দেওবন্দে শায়খে সানি হন আল্লামা আবদুল হক আজমি রহ.৷ এরপর শায়েখ ইউনুস রহ. সাহরানপুরে এবং আবদুল হক আজমি রহ. দেওবন্দে শুরু করেন৷

সেই থেকেই দারুল উলুম দেওবন্দের সাবেক শায়খে সনি আল্লামা আবদুল হক আজমি রহ. প্রতি বছরই দেওবন্দে দরস দিতেন হাদিসে মুসালসাল৷ যিনি প্রায় ৪৫ বছর শায়খে সানি ছিলেন দেওবন্দে৷ গত বছরের মাঝামাঝি সময় তিনি পাড়ি জমান পরপারে৷

শায়খে সানি আল্লামা আবদুল হক আজমি রহ.-এর ইন্তিকালের পর গত বছর দেওবন্দে শায়খে সানি হন দেওবন্দের সাবেক নাযেমে তালিমাত আল্লামা কমরুদ্দীন আহমাদ৷ পূর্বের ধারাবাহিকতায় গত বছর তিনিও দিয়েছিলেন হাদিসে মুসালসালের দরস৷ সেই ধারাবাহিকতায় এ বছরও দরস অনুষ্ঠিত হয়েছে যথাযথভাবেই৷

হাদিসে মুসালসাল হলো, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রতিটি হাদিস প্রথম বর্ণনাকারী থেকে একেবারে শেষ বর্ণনাকারী পর্যন্ত একইভাবে হওয়া বা একই গুণে গুণান্বিত হওয়া৷ অথবা হাদিসে যে আমলের কথা রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক বর্ণনাকারী হাদিসটি বর্ণনা করার সময় সাথে সাথে ওই আমল করা ৷

এ ছাড়াও রয়েছে আরো অনেক কথা৷ যেমন- এক হাদিসে আছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদারীর ফজিলত বর্ণনা করতে গিয়ে সব সাহাবাকে পানি ও দুটি খেজুর দিয়ে মেহমানদারী করান৷ এরপর সাহাবায়ে কেরাম রা. ওই হাদিস বর্ণনা করতে গিয়ে তাদের ছাত্রদেরও একইভাবে মেহমানদারী করান৷ এ

ভাবে আসতে আসতে একেবারে শেষ পর্যন্ত প্রত্যেক মুহাদ্দিস তার ছাত্রদের পানি ও দুটি খেজুর দিয়ে মেহমানদারী করান৷

আপনার সন্তাকে ভর্তি করুন ঢাকা আইডিয়াল ক্যাডেট মাদরাসা

আবার আরেক হাদিসে আছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফাহার ফজিলত বর্ণনা করতে গিয়ে সাহাবিদের সাথে মুসাফাহা করেন৷ এরপর সাহাবায়ে কেরামও সে হাদিস বর্ণনা করার সময় ছাত্রদের সাথেও মুসাফাহা করেন৷

এভাবে আসতে আসতে একেবারে শেষ পর্যন্ত প্রত্যেক মুহাদ্দিস তার ছাত্রদের সাথে মুসাফাহা করেন৷

এ ধারাবাহিকতা আজও পর্যন্ত প্রত্যেক মুহাদ্দিসের থেকে চালু রয়েছে৷ সেই হিসেবেই দারুল উলুম দেওবন্দেও গতকাল শায়খে সানি আল্লামা কমরুদ্দীন আহমাদ ও ছাত্রদের হাদিসে মুসালসালের দরস দান প্রক্কালে মেহমানদারীর হাদিস এলে ছাত্রদের দুটি খেজুর ও যমযমের পানি দ্বারা মেহমানদারী করান৷ মুসাফাহার হাদিস পড়িয়ে ছাত্রদের সাথে মুসাফাহা করেন৷

দারুল উলুম দেওবন্দের পাঠ্যসূচি পরিবর্তনে ১২ আলেম-ডক্টরের চিঠি

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ