আওয়ার ইসলাম: ভারতে এই প্রথম গো মাংস বহনের অভিযোগে পিটিয়ে মারার ঘটনায় সাজা ঘোষণা করা হয়েছে। ঝাড়খণ্ডের রামগড় জেলার ফাস্ট টর্যাক কোর্টের অতিরিক্ত দ্বিতীয় বিচারক ওম প্রকাশ ১১ জন গো রক্ষককে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন। সাজাপ্রাপ্তদের মধ্যে আছে স্থানীয় বিজেপি নেতা নিত্যানন্দ মাহাতো।
দ্বাদশ আসামী ঘটনার সময় ১৬ বছরের কিশোর থাকায় তার সাজা আপাতত স্থগিত রেখেছেন বিচারক। যদিও সরকারি আইনজীবী আদালতে আবেদনে বলেছেন, নারকীয় ওই ঘটনায় জড়িত ওই ব্যক্তিকে প্রাপ্তবয়স্ক হিসেবেই বিচার করতে।
নিহতদের পরিবার যাতে যাবতীয় ক্ষতিপূরণ পায় তা লক্ষ্য রাখতে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষকে নির্দেশ দেন বিচারক অম প্রকাশ। গত বছর জুনে রামগড়েই ৫৫ বছরের আলিমুদ্দিন আনসারিকে গো মাংস বহনের অভিযোগে পিটিয়ে মেরেছিল স্থানীয় গো রক্ষা সমিতির সদস্যরা। তাঁর গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়।
ওই ঘটনার ঠিক আগের দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গো রক্ষার নামে কাউকে আইন নিজের হাতে না নিতে অনুরোধ করেছিলেন। তার পরদিনই গণপ্রহারে মৃত্যুর ঘটনায় দেশজুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে তখন।
সূত্র: আজকাল