আওয়ার ইসলাম : বাংলাদেশের কওমি মাদরাসা শিক্ষাবর্ষ প্রায় শেষের দিকে। বর্ষশেষে সাধারণত সব মাদরাসায় সমাপনী অনুষ্ঠান, কুরআন খতম, বুখারি খতমের আয়োজন করা হয়। হয়ে থাকে কুরআনের হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠান। এছাড়াও পাগড়ী প্রদান করা হয় দাওরায়ে হাদিস ফারেগ শিক্ষার্থীদের !
এসব মহতি আয়োজনের সংবাদ প্রচার করে দীন প্রচারে সহযোগী হতে চায় আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম। আপনার মাদরাসায় অনুষ্ঠিতব্য এরকম আয়োজনের সংবাদ পাঠিয়ে দিন!
মাদরাসার নাম : জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম মাদরাসা
স্থান : ঢাকার গেণ্ডারিয়া
তারিখ : ২৪ মার্চ (শনিবার)
মাদরাসার নাম : জামিয়া ইসলামিয়া দারুল উলুম ঢাকা
স্থান : মসজিদুল আকবর, মিরপুর ১, ঢাকা
তারিখ : ২২-২৩ মার্চ
প্রধান মেহমান : আল্লামা আশরাফ আলী
মাদরাসার নাম : জামালুল কুরআন মাদরাসা
স্থান : ৭৭, সতীশ সরকার রোড, গেন্ডারিয়া, ঢাকা
তারিখ : ২৫ মার্চ (রোববার)
প্রধান মেহমান : মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান
মাদরাসার নাম : রসুলপুর জামি’আ ইসলামিয়া
স্থান : রসুলপুর , আব্দুল্লাহপুর, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা।
তারিখ : ৩০ মার্চ (শুক্রবার)
প্রধান মেহমান : আল্লামা নুর হোসাইন কাসেমী
মাদরাসার নাম : জামিয়া ইসলামিয়া আব্দুল্লাহ বিন ওমর রা. মাদরাসা
স্থান : গাজীপুর
তারিখ : ২৫ মার্চ
প্রধান মেহমান : আল্লামা যোবায়ের আহমদ চৌধুরী
মাদরাসার নাম : জামিয়া মাদানিয়া বারিধারা
স্থান : বারিধারা , ঢাকা
তারিখ : ২৮ মার্চ
প্রধান মেহমান : আল্লামা নূর হোসাইন কাসেমী
মাদরাসার নাম : জামিয়া ইসলামিয়া দারুল উলূম যাত্রাবাড়ী বড় মাদরাসা
স্থান : যাত্রাবাড়ী , ঢাকা
তারিখ : ৬ এপ্রিল
মাদরাসার নাম : আগারগাঁও জামিয়া হোসাইনিয়া আরাবিয়া মাদরাসা ও এতিমখানা
স্থান : আগারগাঁও, ঢাকা।
তারিখ : ২৩ মার্চ
প্রধান মেহমান : আল্লামা আব্দুল কুদ্দুস
মাদরাসার নাম : আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল ইনআম
স্থান : কেরানীগঞ্জ, ঢাকা
তারিখ : ১ মার্চ
প্রধান মেহমান : আল্লামা তাফাজ্জল হক হবিগঞ্জী
মাদরাসার নাম : জামিয়া কারীমিয়া অারাবিয়া রামপুরা
স্থান : রামপুরা, ঢাকা
তারিখ : ২৪ মার্চ
প্রধান মেহমান : আল্লামা হাবিবুর রহমান আজমী (দেওবন্দ, ভারত)
সাংবাদ পাঠানোর ঠিকানা - [email protected]
খতমে বুখারির সংবাদ প্রচার করবে আওয়ার ইসলাম