শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

জামিয়া ইসলামিয়া বাইতুন নূর’র খতমে বুখারি কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাজধানী ঢাকার পশ্চিম যাত্রাবাড়ীতে অবস্থিত জামিয়া বাইতুন নূরের খতমে বুখারি ও চলতি বর্ষের শিক্ষা সমাপনী  ২২ মার্চ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতি ও ফরিদাবাদ মাদরাসার মুহতামিম আল্লামা আব্দুল কুদ্দুস।

বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে জামিয়ার মিলানায়তনে দেশের বরেণ্য ওলামায়ে কেরামদের উপস্থিতিতে মনোজ্ঞ এই অনুষ্ঠান শুরু হবে বলে মাদরাসা সূত্রে জানা যায়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সিনিয়র সহ-সভাপতি আল্লামা আশরাফ আলী, সহ-সভাপতি আল্লামা নুর হুসাইন কাসেমী, আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, মাওলানা সফিউল্লাহ, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা নুরুল ইসলাম, শায়খ সাজিদুর রহমান, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আব্দুল বারী, মুফতি জাফর আহমদ, মাওলানা নুরুল আমীন, মুফতি শফিকুল ইসলাম, মুফতি মোহাম্মাদ ফয়জুল্লাহ, হাফেজ মাওলানা ইমরান, মাওলানা ইসমাঈল নুরপুরী, মাওলানা মোসলেহ উদ্দিন রাজু।

উল্লেখ্য, মেধা তালিকায় জামিয়া বাইতুন নূর বাংলাদেশের ৫ম স্থানে রয়েছে। দাওরায়ে হাদীসে ৩য় স্থান, নাহবেমীরে ১ম স্থান, তাইসীর ও হিফজ মারহালায় ৩য় স্থানসহ প্রায় ৮২ জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান লাভ করে। অনুষ্ঠিতব্য আয়োজনে এসকল কৃতি শীক্ষার্থীদের সম্মাননা ও হাদীসের শীর্ষ গ্রন্থ বুখারী শরীফের শেষ সবক (খতমে বুখারী) প্রদান করা হবে।

মাদরাসার মুহতামিম মাওলানা  ‍মুনিরুজ্জামান সৈয়দাবাদী মহতি এই মজলিসে আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি কামনা করেছেন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ