শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ।। ৬ বৈশাখ ১৪৩২ ।। ২১ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
জুলাইয়ের নায়ক ‘ফাইয়াজ’ এখনো পুলিশ হত্যা মামলার আসামি! বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা কমিটি পুনর্গঠন দক্ষ শেফ তৈরির প্রশিক্ষণ দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন সংস্কার ও খুনিদের বিচার ছাড়া দেশের মানুষ নির্বাচন মানবে না: জামাত আমির ভারতের অগণতান্ত্রিক পৈশাচিক ভূমিকার প্রতিবাদ জানাই: দুদু আমরা সর্বপ্রথম হাসিনার বিচার দেখতে চাই: এ্যানি আল-আকসা ভেঙে থার্ড টেম্পল নির্মাণের পরিকল্পনা, সতর্কতা দিলো ফিলিস্তিন শায়খে চরমোনাইকে মেয়র ঘোষণার দাবিতে বরিশালে গণমিছিল  ভারতে বিতর্কিত কালো আইন অবিলম্বে বাতিল করতে হবে বরিশালে মুফতি ফয়জুল করীমকে সিটি মেয়র ঘোষণা করুন: চরমোনাই পীর

জামিয়া ইসলামিয়া বাইতুন নূর’র খতমে বুখারি কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাজধানী ঢাকার পশ্চিম যাত্রাবাড়ীতে অবস্থিত জামিয়া বাইতুন নূরের খতমে বুখারি ও চলতি বর্ষের শিক্ষা সমাপনী  ২২ মার্চ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতি ও ফরিদাবাদ মাদরাসার মুহতামিম আল্লামা আব্দুল কুদ্দুস।

বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে জামিয়ার মিলানায়তনে দেশের বরেণ্য ওলামায়ে কেরামদের উপস্থিতিতে মনোজ্ঞ এই অনুষ্ঠান শুরু হবে বলে মাদরাসা সূত্রে জানা যায়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সিনিয়র সহ-সভাপতি আল্লামা আশরাফ আলী, সহ-সভাপতি আল্লামা নুর হুসাইন কাসেমী, আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, মাওলানা সফিউল্লাহ, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা নুরুল ইসলাম, শায়খ সাজিদুর রহমান, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আব্দুল বারী, মুফতি জাফর আহমদ, মাওলানা নুরুল আমীন, মুফতি শফিকুল ইসলাম, মুফতি মোহাম্মাদ ফয়জুল্লাহ, হাফেজ মাওলানা ইমরান, মাওলানা ইসমাঈল নুরপুরী, মাওলানা মোসলেহ উদ্দিন রাজু।

উল্লেখ্য, মেধা তালিকায় জামিয়া বাইতুন নূর বাংলাদেশের ৫ম স্থানে রয়েছে। দাওরায়ে হাদীসে ৩য় স্থান, নাহবেমীরে ১ম স্থান, তাইসীর ও হিফজ মারহালায় ৩য় স্থানসহ প্রায় ৮২ জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান লাভ করে। অনুষ্ঠিতব্য আয়োজনে এসকল কৃতি শীক্ষার্থীদের সম্মাননা ও হাদীসের শীর্ষ গ্রন্থ বুখারী শরীফের শেষ সবক (খতমে বুখারী) প্রদান করা হবে।

মাদরাসার মুহতামিম মাওলানা  ‍মুনিরুজ্জামান সৈয়দাবাদী মহতি এই মজলিসে আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি কামনা করেছেন।


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ