শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


যে কারণে পাক প্রধানমন্ত্রীর আমেরিকা সফর নিয়ে নানা জল্পনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  গতকাল সোমবার  ছয় দিনের সফরে পাকিস্তান ত্যাগ করেন শহিদ খাকান আব্বাসি। ট্রাম্প প্রশাসনের শক্তিশালী কারো কারো সঙ্গে তার 'গুরুত্বপূর্ণ' কাজ আছে বলে কোনো কোনো মহল থেকে বলা হচ্ছে।

পাকিস্তানের ক্ষমতাসীন দল মুসলিম লীগ নওয়াজ এবং বিশেষ করে শরিফ পরিবার বর্তমানে রাজনৈতিক সংকট মোকাবেলা করছে। এ সংকট মোকাবিলায় পাক প্রধানমন্ত্রী ট্রাম্প প্রশাসনের সমর্থন লাভের চেষ্টা করবেন বলে ধারণা করা হচ্ছে। অনানুষ্ঠানিকভাবে তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে যোগাযোগ করবেন।

অবশ্য, এ সফর নিয়ে প্রধানমন্ত্রীর দফতর থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। আব্বাসির ঘনিষ্ঠ সূত্র থেকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয় যে, ফিলাডেলফিয়ায় পাক প্রধানমন্ত্রীর এক বোনের অপারেশন হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার এ অপারেশন হবে এবং তাকে দেখতে এ সফরে গেছেন তিনি।

পেন্সের সঙ্গে আব্বাসির আলোচনার বিষয় নিয়ে অনেকে অনেক কথা বলছেন। অবশ্য পাক সরকারি কর্মকর্তাদের কথাবার্তা থেকে এ ধারণা সৃষ্টি হয়েছে যে পররাষ্ট্র নীতি বহির্ভূত বিষয়ে আলোচনা করবেন পেন্স ও আব্বাসি।

এইচজে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ