শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


ইসরায়েলে নিয়োজিত মার্কিন রাষ্টদূত ‘কুকুরের পুত্র’: মাহমুদ আব্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি নির্মাণে সমর্থণ করায় ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্টদূত ডেভিড ফ্রাইডম্যানকে ‘কুকুরের পুত্র’ বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের স্বশাসিত প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

তিনি বলেন, ‘কুকুরের ছেলে’ বলে, তারা তাদের জমির ওপর বসতি নির্মাণ করছে। সে একজন ঔপনিবেশিক, তার পরিবারও ঔপনিবেশিক। এছাড়া সে তেল আভিভের একজন মার্কিন রাষ্ট্রদূত। তার কাছ থেকে আমাদের কি আর আশা করা উচিত?

স্থানীয় সময় সোমবার ইসরায়েলি নেতাদের সঙ্গে একটি বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

ফ্রাইডম্যান পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণ আন্দোলনের একজন কট্টর সমর্থক। গত বছরের ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা ও মার্কিন দূতাবাস তেল আভিভ থেকে জেরুসালেমে স্থানান্তরেরও অন্যতম পরামর্শক ফ্রাইডম্যান।

এদিকে মাহমুদ আব্বাসের এ বক্তব্যকে ‘অত্যন্ত অনুপযুক্ত’ বলে মন্তব্য করেছেন মার্কিন মধ্যস্থতাকারী কর্মকর্তা জেসন গ্রিনব্লট। তিনি বলেন, ফিলিস্তিনি নেতারা ঘৃণার রাজনীতি ছড়িয়ে দিচ্ছেন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ